Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 99:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 লোকে প্রশস্তি করে তোমার মহৎ ও মহিমময় নামের, বলে, তিনি পুণ্যময়!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তারা তোমার মহৎ ও ভক্তিপূর্ণ ভয় জাগানো নামের প্রশংসা-গজল করুক; তিনি পবিত্র।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তারা তোমার মহান ও ভয়াবহ নামের প্রশংসা করুক— তিনি পবিত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তাহারা তোমার মহৎ ও ভয়াবহ নামের স্তব করুক; তিনি পবিত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 সমস্ত লোক আপনার প্রশংসা করুক। ঈশ্বরের নাম ভীতিপ্রদ। ঈশ্বরই পবিত্র।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তারা তোমার মহান ও ভয়াবহ নামের প্রশংসা করুক; তিনি পবিত্র।

অধ্যায় দেখুন কপি




গীত 99:3
20 ক্রস রেফারেন্স  

তাঁরা প্রত্যেকে প্রত্যেককে ডেকে বলতে লাগলেনঃ পবিত্র, পবিত্র, পবিত্র! সর্বাধিপতি প্রভু পরমেশ্বর পবিত্র! সারা পৃথিবী তাঁর প্রতাপ ও মহিমায় পরিপূর্ণ!


এই পুস্তকে যে সমস্ত বিধান লিপিবদ্ধ করা হল তা যদি তোমরা সযত্নে পালন না কর, যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মহিমান্বিত ও ভয়াবহ নামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না কর,


তিনি আপন প্রজাদের করেছেন মুক্ত, স্থাপন করেছেন তাদের সাথে শাশ্বত সন্ধিচুক্তি পবিত্র ও মহাসম্ভ্রমশালী তাঁর নাম।


সেই প্রাণী চতুষ্টয়ের প্রত্যেকের ছয়টি পাখা। তাদের সর্বাঙ্গে, ভিতরে ও বাইরে রয়েছে অসংখ্য চক্ষু। দিবসরজনী অবিরাম তাঁরা উচ্চারণ করে চলেছেন, “পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি ছিলেন, তিনি আছেন এবং তাঁর আবির্ভাব আসন্ন।”


এ জগতে আমি আর থাকছি না, তোমার কাছে যাচ্ছি কিন্তু এরা এ জগতেই থাকছে। পবিত্রতম পিতা, যাদের তুমি আমার হাতে সমর্পণ করেছ, তোমার নামের মাহাত্ম্যেই তাদের রক্ষা কর যেন আমরা যেমন একাত্ম, তারাও তেমনি একাত্ম হয়।


প্রভু পরমেশ্বর সকল কর্মে দয়াবান, ন্যায়পরায়ণ সর্বক্ষেত্রে।


উদাত্ত কণ্ঠে বল তাঁকে, কী বিস্ময়কর তােমার মহান কীর্তি! শত্রুকুল মাথা নত করবে তোমার পরাক্রমের কাছে।


সব ব্যবস্থা পরিদর্শন করার পর আমি দাঁড়িয়ে উঠে সম্ভ্রান্ত ব্যক্তিদের, সরকারী কর্মচারীদের এবং অবশিষ্ট সকলকে বললাম, শত্রুদের ভয় করো না। মহান ও ভয়ঙ্কর পরমেশ্বরকে স্মরণ কর আর তোমাদের ভাই, ছেলে, মেয়ে, স্ত্রী ও তোমাদের গৃহের জন্য যুদ্ধ কর।


আমি বললাম, হে স্বর্গের প্রভু পরমেশ্বর, তুমি মহান! আমরা সসম্ভ্রমে তোমার সামনে এসে দাঁড়াই। যারা তোমাকে ভালবাসে এবং তোমার আদেশ পালন করে তুমি তাদের সঙ্গে তোমার শর্ত রক্ষা কর, তাদের প্রতি কৃপা পরবশ হও।


যিহোশূয় ইসরায়েলীদের বললেন, তোমরা প্রভুর সেবা ও আরাধনা করতে পার না, কারণ তিনি পরম পবিত্র ঈশ্বর, তিনি চান তোমাদের পূর্ণ আনুগত্য, তিনি তোমাদের বিচ্যুতি ও পাপ ক্ষমা করবেন না।


তোমরা তাদের ভয় করো না, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের মাঝেই রয়েছেন, মহান্‌ ও ভয়ঙ্কর ঈশ্বর তিনি।


যিহুদাকুলে ঈশ্বর সুপরিচিত, ইসরায়েলের মাঝে মহান তাঁর নাম।


প্রভুর মত পবিত্র কেউ নয় তুমি বিনা প্রভু কেউ নেই আর অনুপম আশ্রয়শৈল ঈশ্বর আমাদের তাঁর মত কেউ নেই।


কিন্তু হে পরমেশ্বর, মহাপরাক্রান্ত যোদ্ধা তুমি, তুমি আমার পক্ষে আছ, যারা আমাকে উৎপীড়ন করে, ব্যর্থ হবে তারা। ব্যর্থতার গ্লানি তাদের চিরলজ্জায় ডুবিয়ে দেবে, কখনও ঘুচবে না এই লজ্জা।


রাজন্যবর্গের দর্প তিনি চূর্ণ করেন, পৃথিবীর নৃপতিবৃন্দ তাঁর সম্মুখে সসম্ভ্রমে হয় নতশির।


হে ঈশ্বর, আমাদের ঈশ্বর, কত সুমহান তুমি! কী ভয়ঙ্কর, কী অসীম ক্ষমতা তোমার! তুমি রক্ষা করে থাক তোমার চুক্তির শপথ পরম নিষ্ঠাভরে। সে কোন সুদূর অতীতে যেদিন আসিরীয় রাজারা আমাদের উপর করত উৎপীড়ন, সেইদিন থেকে আজও আমরা ভোগ করছি বিষম যন্ত্রণা! আমাদের রাজারা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের পুরোহিত ও নবীরা আমাদের পূর্বপুরুষ এবং আমাদের জাতির সকলেই ভোগ করছি এই যন্ত্রণা, ভেবে দেখ, হে পরমেশ্বর কি দুঃসহ যাতনা সহ্য করেছি আমরা!


যেশূয়, কদমীয়েল, বানি, হশব্‌নিয়, শেরেবিয়, হোদিয়, শবনিয় ও পথাহিয় নামে লেবীয়রা বললেন, ওঠ, তোমাদের প্রভু পরমেশ্বরের স্তব কর, অনন্তকাল তাঁর বন্দনা কর।


তোমরা স্তবগানসহ তাঁর দ্বারে উপস্থিত হও, প্রশংসা গানে মুখর হয়ে প্রবেশ কর তাঁর অঙ্গনে, কৃতজ্ঞ অন্তরে কর তাঁর নামগান।


হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, হে আমার সকল সত্তা, প্রশংসা কর তাঁর পুণ্যনামের।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন