Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 99:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সিয়োনে অধিষ্ঠিত প্রভু পরমেশ্বর মহামহীয়ান, সমগ্র মানব সমাজের ঊর্ধ্বে তাঁর অধিষ্ঠান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 মাবুদ সিয়োনে মহান, তিনি সমস্ত জাতির উপরে উন্নত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সদাপ্রভু সিয়োনে মহান; সব জাতির ঊর্ধ্বে তিনি উন্নীত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 সদাপ্রভু সিয়োনে মহান, তিনি সমস্ত জাতির উপরে উন্নত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 সিয়োনে প্রভু মহান! সমগ্র জাতির ওপরে তিনি একজন মহান নেতা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 সদাপ্রভুু সিয়োনে মহান, তিনি সমস্ত জাতির উপরে উন্নত।

অধ্যায় দেখুন কপি




গীত 99:2
15 ক্রস রেফারেন্স  

কেননা হে প্রভু পরমেশ্বর এ পৃথিবীতে তুমিই সবার উপরে তুমিই মহীয়ান সকল দেবতার চেয়ে।


ফিলিস্তিয়ার দূতদলকে আমরা কি উত্তর দেব? আমরা বলব, প্রভু পরমেশ্বর সিয়োনের ভিত্তিভূমিকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, তাঁর দীন দুঃখী প্রজাবৃন্দ সেখানে নিরাপদ আশ্রয় লাভ করবে।


আনন্দে মুখর হয়ে উচ্চকন্ঠে গাও স্তবগান হে সিয়োন নিবাসী! ইসরায়েলের পরম আরাধ্য পবিত্র ঈশ্বর অতি সুমহান, প্রজাদের মাঝে বসতি যে তাঁর, পেতেছেন সেথায় আসন।


সর্ব জাতির উপরে সমুন্নত প্রভু পরমেশ্বর আকাশমণ্ডলের ঊর্ধ্বেও বিরাজিত তাঁর মহিমা।


যিনি আপন পরাক্রমে রাজত্ব করেন চিরকাল জাতিগণের প্রতি দৃষ্টি যাঁর সতত সজাগ, বিদ্রোহীরা আত্মপ্রচার না করুক দম্ভভরে তাঁর সাক্ষাতে। সেলা


অপরূপ রূপে শোভিত সিয়োন, সেখান থেকে প্রকাশিত তাঁর পূর্ণ জ্যোতি।


যাকোবের বংশে তিনি অধর্ম দেখতে পান নি, ইসরায়েলকুলে দেখেন নি দৌরাত্ম্য ওদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ওদের সঙ্গে রয়েছেন নৃপতিরূপে ওরা তাঁকে করে সংবর্ধনা।


তিনি জাতিগণকে আমাদের অধীন করেছেন, নানা জাতিকে করেছেন আমাদের পদানত।


জাতিবৃন্দের উপর ঈশ্বর রাজত্ব করেন, আপন পবিত্র সিংহাসনে তিনি সমাসীন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন