Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 99:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সুপ্রতিষ্ঠিত হয়েছে প্রভু পরমেশ্বরের রাজত্ব, কম্পিত হোক মানব সমাজ ভয়ে ও ভক্তিতে। করূবদ্বয়ের উপরে স্থাপিত আসনে সমাসীন তিনি, পৃথিবী হোক প্রকম্পিতা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 মাবুদ রাজত্ব করেন, জাতিরা কাঁপছে; তিনি কারুবীদ্বয়ে আসীন, দুনিয়া টলছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 সদাপ্রভু রাজত্ব করেন, জাতিরা কম্পিত হোক; করূবের মাঝে তিনি সিংহাসনে অধিষ্ঠিত, পৃথিবী কেঁপে উঠুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 সদাপ্রভু রাজত্ব করেন, জাতিগণ কাঁপিতেছে; তিনি করূবদ্বয়ে আসীন, পৃথিবী টলিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভুই রাজা। তাই জাতিগুলোকে ভয়ে কাঁপতে দাও। করূব দূতদের ওপরে ঈশ্বর একজন রাজার মত বসেন। তাই পৃথিবীকে ভয়ে কেঁপে উঠতে দাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সদাপ্রভুু রাজত্ব করেন, জাতিরা কাঁপছে; তিনি করূবদের ওপরে সিংহাসনে বসে আছেন, পৃথিবী টলছে।

অধ্যায় দেখুন কপি




গীত 99:1
30 ক্রস রেফারেন্স  

রাজরাজেশ্বর প্রভু পরমেশ্বরের রাজত্ব সুপ্রতিষ্ঠিত, উল্লাস করুক পৃথিবী, আনন্দিত হোক সুদূর উপকূলবাসী।


আমি সেখানে তোমাকে দর্শন দেব। উপরে স্থাপিত দশ অনুশাসন সংবলিত সন্দুকের আবরণের সঙ্গে সংলগ্ন দুই করূব মূর্তির মাঝখান থেকে আমি তোমার সঙ্গে কথা বলব এবং ইসরায়েলীদের প্রতি আমার সকল নির্দেশ তোমাকে জানিয়ে দেব।


তাঁর তড়িতপ্রভায় আলোকিত হয় জগত, এই দৃশ্য দেখে পৃথিবী হয় কম্পিত।


প্রভু পরমেশ্বরই রাজাধিরাজ, মহিমায় বিভূষিত তিনি, সুশোভিত তিনি গৌরব ও পরাক্রমে, এ জগতও প্রতিষ্ঠিত সুদৃঢ় ভিত্তিতে,


এর পরে আমি বিরাট এক শ্বেত সিংহাসনে সমাসীন একজন পুরুষকে দেখলাম। তাঁর সম্মুখ থেকেপৃথিবী ও আকাশমণ্ডল অন্তর্হিত হল। তাদের জন্য কোন স্থান হইল না।


হে ইসরায়েলের প্রতিপালক, মিনতি শোন, তুমিই চালনা কর যোষফকুলকে মেষপালের মত, করূববাহনে সমাসীন তুমি ভাস্বর হয়ে ওঠ।


“হে প্রভু পরমেশ্বর সর্বশক্তিমান তুমি অতীতে ছিলে এবং এখন বর্তমান আমরা তোমার ধন্যবাদ করি, কারণ তুমি মহান ক্ষমতায় বিভূষিত হয়েগ্রহণ করেছ রাজ্য।


গোটানো পাণ্ডুলিপির মত আকাশমণ্ডল হল অপসৃত। প্রত্যেকটি পর্বত ও দ্বীপ হল স্থানচ্যুত।


সুতরাং প্রিয় বন্ধুগণ, আমি যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমরা যেমন সর্বদা বাধ্য ছিলে, আমরা অবর্তমানেও তেমনি বাধ্য থাকবে। সসম্ভ্রমে কম্পিত হৃদয়ে তোমরা নিজের নিজের পরিত্রাণের জন্য সক্রিয় হও।


আর আমার ঐ শত্রুরা, যারা চায়নি যে, আমি তাদের উপর রাজত্ব করি, তাদের ধরে আন এবং আমার সামনে বধ কর।’


তাঁর নগরের অধিবাসীরা কিন্তু তাঁকে বিদ্বেষ করত। তাই তারা তাঁর পিছন পিছন লোক, মারফৎ রাজার কাছে বলে পাঠাল, ‘এই লোকটি আমাদের উপর কর্তৃত্ব করুক, এ আমরা চাই না।’


সেইজন্য যীশু বললেন, একজন অভিজাত ব্যক্তি রাজকীয় সনদ আনার জন্য দূরবর্তী কোন এক দেশে যাওয়ার উদ্যোগ করলেন।


ব্যাবিলনের পতনকালে এমনই ভয়াবহ কোলাহল উঠবে যাতে কেঁপে উঠবে সমগ্র জগৎ। অন্যান্য জাতিসমূহ শুনবে তাদের আর্ত চীৎকার।


ইদোমের পতনের সময় এমন কোলাহল হবে যে সারা পৃথিবী কেঁপে উঠবে এবং সূফ সাগর পর্যন্ত শোনা যাবে মানুষের ভয়ার্ত চীৎকার।


আমি প্রভু পরমেশ্বর, কেন তোমরা আমাকে সম্ভ্রম কর না? কেন কম্পিত হও না আমার সম্মুখে? আমিই বালুকারাশি দিয়ে সমুদ্রের সীমানা বেঁধে দিয়েছি, চিরস্থায়ী সেই সীমা, সমুদ্র কখনও তা পার হয়ে আসতে পারবে না। সমুদ্র বিক্ষুব্ধ উত্তাল হবে, কিন্তু অতিক্রম করতে পারবে না তার সীমা। তার তরঙ্গ গর্জন করবে, কিন্তু ভাঙ্গতে পারবে না তার সীমানার বাঁধ।


পর্বতরাজির দিকে চোখ ফেরালাম। –—দেখলাম, পর্বতরাজি দুলছে, দুলছে দোলনার মত।


ঈশ্বরই তাদের বিভ্রান্তি দিয়েছেন। ফলে মিশর সব কাজেই ভুল করে এবং মাতালের মত টলতে টলতে নিজের বমিতেই পিছলে পড়ে।


জাতিবৃন্দের কাছে ঘোষণা কর: প্রভু পরমেশ্বরই রাজরাজেশ্বর! অটল ভিত্তির উপর তিনি প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবীকে, জাতিবৃন্দের বিচার করবেন তিনি নিরপেক্ষভাবে।


করূবপৃষ্ঠে আরোহণ করে তিনি হলেন উড্ডীন, দুরন্ত ঝড়ের ডানায় ভর করে উড়ে এলেন তিনি।


প্রভু বলেনঃ আমার পবিত্র শৈল সিয়োনে আমার রাজাকে আমি করেছি অভিষিক্ত।


ওরা কিছু জানে না, বোঝে না, অন্ধকারেই ওরা ঘুরে বেড়ায়, জগত সংসারের ভিত্তি উঠেছে কেঁপে।


সকলকে নিয়ে তিনি গেলেন যিহুদীয়ার বায়লিতে। সেখান থেকে তাঁরা প্রভুর চুক্তিসিন্দুক আনবেন যিনি দূতদ্বয়ের মাঝে সিংহাসনে অধিষ্ঠিত।


সমগ্র পৃথিবী, তাঁর সম্মুখে হও কম্পমান। এ পৃথিবী দৃঢ় প্রতিষ্ঠিত, কখও হবে না বিচলিত।


ইফ্রয়িম, বিন্যামীন ও মনঃশিকুলের সম্মুখে হে প্রভু পরমেশ্বর, জাগ্রত হও মহাপরাক্রমে, উদ্ধার কর আমাদের।


পবিত্রতার আভরণে সজ্জিত হয়ে প্রভুর উদ্দেশে কর প্রণিপাত। হে পৃথিবী, তাঁর সম্মুখে সসম্ভ্রমে হও নতশির।


হে মর্ত্যমানব, এই যে, এখানে আমার সিংহাসন। ইসরায়েল জাতির মাঝে এইখানে আমি বিরাজ করব এবং চিরকাল তাদের শাসন-শৃঙ্খলা পরিচালনা করব। ইসরায়েল বা তাদের রাজারাও আর কখনও অলীক মূর্তি পূজা করে কিম্বা তাদের রাজাদের মৃতদেহ এখানে কবর দিয়ে আমার পবিত্র নামে কলঙ্ক লেপন করবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন