Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 97:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 প্রতিমা-উপাসক, যারা অসার প্রতিমার গর্ব করে তারা সকলেই হবে লজ্জিত, কারণ সমস্ত দেবতা তাঁর সম্মুখে করে প্রণিপাত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 লজ্জিত হোক সেই সকলে, যারা খোদাই-করা মূর্তির সেবা করে, যারা মূল্যহীন মূর্তির গর্ব করে; হে দেবতারা! সকলে তাঁকে সেজ্‌দা কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 যারা সবাই প্রতিমার আরাধনা করে, যারা মূর্তিতে গর্ব করে, তারা লজ্জিত হয়; দেবতারা সবাই, তোমরা সদাপ্রভুর আরাধনা করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 লজ্জিত হউক সেই সকলে, যাহারা ক্ষোদিত প্রতিমার সেবা করে, যাহারা অবস্তুর শ্লাঘা করে; হে দেবগণ! সকলে তাঁহাকে প্রণিপাত কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 লোকরা তাদের মূর্ত্তিকে পূজা করে। ওরা ওদের “দেবতার” বড়াই করে। কিন্তু ওই লোকগুলো লজ্জিত হবে। ওদের “দেবতারাই” মাথা নত করে প্রভুর উপাসনা করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 সেই সব লোকেরা লজ্জিত হোক, যারা খোদাই করা প্রতিমার আরাধনা করে, যারা অযোগ্য মূর্তিতে অহঙ্কার করে; হে তথাকথিত ঈশ্বর, ঈশ্বরের আরাধনা কর।

অধ্যায় দেখুন কপি




গীত 97:7
19 ক্রস রেফারেন্স  

আবার তিনি যখন তাঁর প্রথমজাতকে এই ধরাতলে আনলেন, তখন বলা হলঃ “ঈশ্বরের সকল দূত তাঁর আরাধনা করুক।”


এই দৃশ্য দেখে মানুষ হয় স্তম্ভিত, হারায় চেতনা, প্রতিমা নির্মাতাদের হয় নিদারুণ মোহভঙ্গ, কারণ তাদের হাতে গড়া প্রতিমারা অলীক নিষ্প্রাণ,


অলীক প্রতিমায় যারা আস্থা রাখে অসার মূর্তিকে যারা বলে ঈশ্বর, জর্জরিত হবে তারা লজ্জায় অপমানে।


তোমরা নিজেদের জন্য কোন প্রতিমা তৈরী করবে না, খোদাই করা কোন প্রতিমূর্তি বা স্তম্ভ স্থাপন করবে না এবং পূজা করার জন্য দেশে কোন খোদাই করা পাথরের মূর্তি রাখবে না। কেননা আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।


তুমি কোন প্রতিমা খোদাই করবে না। জল, স্থল এবং অন্তরীক্ষের কোন প্রাণীর প্রতিমূর্তিও নির্মাণ করবে না।


তাঁদের কাছে এ কথা প্রকাশিত হয়েছিল যে তাঁরা যেসব কথা প্রচার করেছিলেন তা তাঁদের কালে নয় কিন্তু তোমাদের যুগে ফলবে। এখন সেই সমস্ত বিষয় স্বর্গ থেকে প্রেরিত পবিত্র আত্মার প্রেরণায় সুসমাচার প্রচারকেরা তোমাদের কাছে ঘোষণা করছেন। স্বর্গদূতেরাও এই সমস্ত বিষয়ে কৌতূহলী।


অলীক অসার এই দেবকুল কিছুই তারা পারে না করতে শক্তিহীন অক্ষম এইসব অলীক প্রতিমা।


‘প্রভুর দৃষ্টিতে ঘৃণার্হ প্রতিমা যে খোদাই বা ঢালাই করে তৈরী করে, কারিগরের হাতে গড়া সেই বস্তু যে গোপনে প্রতিষ্ঠা করে সে হোক অভিশপ্ত।’ এর উত্তরে জনতা সমস্বরে বলবে, ‘আমেন’।


তুমি কোন প্রতিমূর্তি ক্ষোদাই বা নির্মাণ করবে না। ঊর্ধ্বে, আকাশে, নিম্নে এই পৃথিবীতে এবং পৃথিবীর নীচে জলে যা কিছু আছে তার কোন কিছুরই প্রতিমূর্তি নির্মাণ করবে না।


করূব দুটির পাখা উপরের দিকে বিস্তার করা থাকবে এবং তার দ্বারা তারা আবরণটি ঢেকে রাখবে। তারা মুখোমুখি থাকবে এবং তাদের দৃষ্টি আবরণের উপর নিবন্ধ থাকবে।


পরের দিন ভোরে আসদোদের অধিবাসীরা দেখল, প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকের সম্মুখে দাগোন উবুড় হয়ে পড়ে রয়েছে। তখন তারা দাগোনকে উঠিয়ে তার নিজের জায়গায় স্থাপন করল।


অন্ধ নয়নে তুমি জ্বালাবে আলো, বন্দী যারা আঁধার কারাগারে, তাদের দেবে মুক্তি।


নির্মাণ তরে যারা অসার প্রতিমা লজ্জিত হবে তারা, জর্জরিত হবে অপমানে।


প্রভু পরমেশ্বর বলেন, চোর ধরা পড়লে যেমন সে অপমানিত ও লাঞ্ছিত হয়, ঠিক তেমনই লাঞ্ছিত হবে ইসরায়েলের সমস্ত মানুষ—তোমাদের রাজা, রাজকর্মচারী, পুরোহিত ও প্রবক্তা নবী সকলেই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন