Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 97:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 প্রভুর সম্মুখে, সমগ্র পৃথিবীর অধিপতির সম্মুখে মোমের মত বিগলিত হয় পর্বতরাজি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 পর্বতগুলো মোমের মত গলে গেল, মাবুদের সাক্ষাতে, সমস্ত দুনিয়ার প্রভুর সাক্ষাতে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 সদাপ্রভুর সামনে, সমস্ত জগতের সদাপ্রভুর সামনে, পর্বতগুলি মোমের মতো গলে যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 পর্ব্বত সকল মোমের ন্যায় গলিয়া গেল, সদাপ্রভুর সাক্ষাতে, সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 পর্বতও প্রভুর সামনে মোমের মত গলে যায়। সমগ্র পৃথিবীর প্রভুর সামনে তারা গলে যায়!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 পর্বতগুলি মোমের মত সদাপ্রভুুর সামনে গলে গেল, সমস্ত পৃথিবীর প্রভুর সামনে।

অধ্যায় দেখুন কপি




গীত 97:5
16 ক্রস রেফারেন্স  

তাঁর সম্মুখে পর্বতেরা হয় কম্পিত, বিগলিত হয় গিরিরাজি, তিনিই আনেন পৃথিবীতে মহাপ্রলয়।


পরাৎপর প্রভু পরমেশ্বর মহাসম্ভ্রমশালী, সমগ্র পৃথিবীর মহান অধিপতি।


তাঁর চলা যখন থেমে যায়, ধরাতল কেঁপে ওঠে থরথর করে। তাঁর রক্তচক্ষু দেখে ত্রস্ত হয় মানবজাতি। চির অটল শৈলরাজি হয় বিদীর্ণ, তাঁর পদভারে মাটিতে বসে যায় অনড় পর্বতমালা। এ পথেই পড়েছিল তাঁর পদচিহ্ন সুদূর অতীতে।


জাতিবৃন্দ ছত্রভঙ্গ হয় বিশৃঙ্খল হয় রাজ্যসমূহ, তাঁর বজ্রনির্ঘোষে বিপর্যস্ত হয় পৃথিবী।


দেখ, সমগ্র পৃথিবীর অধিপতি প্রভুর চুক্তি সিন্দুক তোমাদের পুরোভাগে জর্ডন অতিক্রম করতে যাচ্ছে।


করিন্থ নগরের ঈশ্বরের মণ্ডলী এবং খ্রীষ্ট যীশুর নামে পবিত্রীকৃত আহূত ভক্তবৃন্দ, যারা খ্রীষ্ট যীশুর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত এবং সর্বস্থানে যারা আমাদেরই মত প্রভু যীশু খ্রীষ্টের উপাসক, তাদের সকলের কাছে আমাদের এই নিবেদন।


তিনি বললেন, এঁরা দুজন সারা পৃথিবীর অধিপতি ঈশ্বরের মনোনীত ও অভিষিক্ত সেবক।


কারণ তোমার স্রষ্টা হবেন তোমার পতি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তিনি, ‘ইয়াহ্‌ওয়ে’ তাঁর নাম! ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর রক্ষা করবেন তোমায় তিনিই রাজাধিরাজ এই বিশ্ব পৃথিবীর।


জানুক বিশ্বচরাচর, তুমিই সেই প্রভু পরমেশ্বর, একমাত্র তুমিই পরাৎপর এ বিশ্বসংসারে।


ওগো সিয়োনকন্যা, ওঠ, শস্যমর্দন কর, আমি তোমার শৃঙ্গ লৌহকঠিন এবং তোমার ক্ষুর পিত্তলময় করব,অনেক জাতিকে তুমি চূর্ণ করবে, অর্ঘ্য দেবে তাদের লুণ্ঠিত দ্রব্যগুলি প্রভু পরমেশ্বরের উদ্দেশে। তাদের সম্পদ সারা পৃথিবীর অধীশ্বরের উদ্দেশে করবে নিবেদন।


কেউ যদি তোমাদের বলে, ‘কেন এ কাজ করছ?’ তাহলে বলো, ‘প্রভুর প্রয়োজন আছে। তিনি আবার একে ফেরৎ পাঠিয়ে দেবেন।’


গর্বোদ্ধতদের আমি বলি: দম্ভ করো না তোমরা, দুর্জনদের বলি: দর্পভরে তুলো না তোমার শির,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন