Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 97:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 মেঘজাল ও ঘনতমসায় বেষ্টিত তাঁর চতুর্দিক, ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 মেঘ ও অন্ধকার তাঁর চারদিকে বিদ্যমান, ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তিমূল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 মেঘ ও ঘন অন্ধকার তাঁর চতুর্দিক ঘিরে রেখেছে, ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 মেঘ ও অন্ধকার তাঁহার চারিদিকে বিদ্যমান, ধর্ম্মশীলতা ও বিচার তাঁহার সিংহাসনের ভিত্তিমূল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 ঘন কালো মেঘ প্রভুকে ঘিরে রয়েছে। সুবিচার এবং ধার্ম্মিকতা তাঁর রাজ্যকে দৃঢ় করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 মেঘ ও অন্ধকার তার চারিদিকে, সদাপ্রভু ধার্ম্মিকতা এবং ন্যায়ের দ্বারা শাসন করেন।

অধ্যায় দেখুন কপি




গীত 97:2
18 ক্রস রেফারেন্স  

ধর্মশীলতা ও ন্যায়বিচার তোমার সিংহাসনের ভিত্তি অবিচল প্রেম ও বিশ্বস্ততা প্রকাশমান তোমার সকল কর্মে।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আমি ঘন মেঘের আড়ালে তোমার কাছে উপস্থিত হব যেন তোমার সঙ্গে আমার সমস্ত কথাবার্তা লোকে শুনতে পায়, তাহলে তারা চিরকাল তোমাকে বিশ্বাস করবে। মোশি তখন ইসরায়েলীয়দের বক্তব্য প্রভুকে জানালেন।


নৃপতিরা অন্যায় সহ্য করেন না, কারণ ন্যায়বিচারই প্রশাসনের সুদৃঢ় ভিত্তি।


হে রাজন! তুমি সর্বশক্তিমান, ন্যায়নিষ্ঠ তুমি, তুমিই প্রতিষ্ঠিত করেছ ন্যায়নীতি, যাকোবকুলে তুমিই প্রবর্তন করেছ ন্যায়বিচার ও ধর্মশীলতা।


দোহাই আপনার। দুর্জনদের সঙ্গে ধামির্কদেরও বিনাশ করবেন না। ধার্মিক ও দুর্জনকে এক পর্যায়ে ফেলবেন না। সারা পৃথিবীর বিচারপতি কি ন্যায় বিচার করবেন না?


আহা! কি বিপুল তাঁর বৈভব, অগাধ তাঁর জ্ঞান ও প্রজ্ঞা, দুর্জ্ঞেয় তাঁর বিচার পদ্ধতি, অনধিগম্য তাঁর কর্মধারা।


পরমেশ্বর সহজে ক্রুদ্ধ হন না, মহাশক্তিশালী তিনি, অপরাধী তাঁর কাছে রেহাই পায় না। তাঁর পদক্ষেপে ওঠে ঘূর্ণিঝড়, আকাশ ভরে যায় ধূলিমেঘে।


সমুদ্র তোমায় করে দিয়েছিল পথ, তুমি যাত্রা করেছিলে বিপুল জলরাশি ভেদ করে, কিন্তু তোমার পদচিহ্ন ছিল অদৃশ্য।


ইসরায়েলীরা তবু দূরেই দাঁড়িয়ে রইল। মোশি নিবিড় ঘন মেঘের আড়ালে যেখানে ঈশ্বর ছিলেন সেই দিকে এগিয়ে গেলেন।


তিনি আমার যে পরিণতি নির্দিষ্ট করেছেন তা অবশ্যই ঘটাবেন। এই ধরণের আরও অনেক পরিকল্পনা রয়েছে তাঁর মনে।


তিনি চন্দ্রের মুথ আবৃত করেন তার উপর বিস্তৃত করেন তাঁর মেঘ।


ধন্য সেই প্রজাবৃন্দ, যারা মুখর তোমার প্রশংসা গানে, হে প্রভু পরমেশ্বর, তোমার শ্রীমুখের দীপ্তি তাদের রয়েছে ঘিরে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন