Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 96:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 কীর্তন কর প্রভু পরমেশ্বরের নামের মহিমা, নৈবেদ্যসহ প্রবেশ কর তাঁর অঙ্গনে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 মাবুদের নামের গৌরব ঘোষণা কর, নৈবেদ্য সঙ্গে নিয়ে তাঁর প্রাঙ্গণে এসো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 সদাপ্রভুকে তাঁর যোগ্য মহিমায় মহিমান্বিত করো! নৈবেদ্য সাজিয়ে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 সদাপ্রভুর নামের গৌরব কীর্ত্তন কর, নৈবেদ্য সঙ্গে লইয়া তাঁহার প্রাঙ্গণে আইস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 প্রভুর নামের প্রশংসা কর। তোমাদের নৈবেদ্য নাও এবং মন্দিরে যাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 সদাপ্রভুুর নামের গৌরব কীর্ত্তন কর, নৈবেদ্য সঙ্গে নিয়ে তার প্রাঙ্গণে এস।

অধ্যায় দেখুন কপি




গীত 96:8
21 ক্রস রেফারেন্স  

তোমরা স্তবগানসহ তাঁর দ্বারে উপস্থিত হও, প্রশংসা গানে মুখর হয়ে প্রবেশ কর তাঁর অঙ্গনে, কৃতজ্ঞ অন্তরে কর তাঁর নামগান।


বন্ধুগণ, ঈশ্বরের বহুবিধ করুণার কথা স্মরণ করে আমি তোমাদের একান্তভাবে অনুরোধ করছি, তোমরা নিজেদের শুচিশুদ্ধ করে তোমাদের দেহকে জীবন্ত ও ঈশ্বরের গ্রাহ্য বলিরূপে উৎসর্গ কর। এই হচ্ছে ঈশ্বরের সঙ্গত আরাধনা।


উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সর্বজাতির মাঝে আমি পূজিত এবং সর্বস্থানে আমার নামে নিবেদিত হয় সুগন্ধি ধূপ ও শুচিশুদ্ধ নৈবেদ্য, কারণ সর্বজাতি আমাকে সম্ভ্রম করে।


তার্শিশ ও দ্বীপপুঞ্জের নৃপতিরা তাঁকে প্রদান করুক উপহার সামগ্রী, শিবা ও সােবার রাজারা আনুক রাজস্ব।


সোর নগরের অধিবাসীরা তোমার কাছে আনবে উপহার, বিবিধ রত্নসম্ভারে বিত্তবানেরা করবে তোমার মনোরঞ্জন।


হে প্রভু, তোমাকে কে না ভয় করে? কে না গায় তোমার নামের মহিমা? কারণ একমাত্র তুমিই পবিত্র, সর্বজাতি তোমারই আরাধনা করবে কারণ প্রকাশিত হয়েছে তোমার ন্যায়বিচার।”


তাঁর কাছে এসে তোমরাও জীবন্ত শিলা হয়ে আধ্যাত্মিক মন্দির গঠনের কাজে নিজেদের নিবেদন কর, যেখানে তোমরা পবিত্র পৌরোহিত্যের ব্রত গ্রহণ করে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করবে।


সুতরাং এস, আমরাও তাঁর অপমানের বোঝা বহন করে ছাউনির বাইরে তাঁর কাছে যাই।


আমি সবকিছুই পেয়েছি, প্রচুর পরিমাণেই পেয়েছি। ইপাফ্রদীতের মারফৎ তোমাদের কাছ থেকে যা পেয়েছি তাতে আমার অভাব মিটেছে। তোমাদের এই দান ঈশ্বরের গ্রহণযোগ্য প্রীতিজনক সুরভি নৈবেদ্য।


তোমাদের বিশ্বাসের নৈবেদ্য উৎসর্গের সঙ্গে যদি আমাকে রক্ত-তর্পণ করে আত্মোৎসর্গ করতে হয় তাহলেও আমি আন্দ করব। তোমাদের আনন্দে আমিও আনন্দিত হব।


ঈশ্বরদত্ত এই অধিকারবলে যীশুখ্রীষ্টের সেবকরূপে আমি সর্বজাতির কাছে সুসমাচার প্রচার করার জন্য নিযুক্ত হয়েছি যাতে তারাও পবিত্র আত্মা দ্বারা শুচিশুদ্ধ হয়ে ঈশ্বরের উদ্দেশে নৈবেদ্যরূপে উৎসর্গিত হতে পারে।


তিনি আপন প্রজাদের করেছেন মুক্ত, স্থাপন করেছেন তাদের সাথে শাশ্বত সন্ধিচুক্তি পবিত্র ও মহাসম্ভ্রমশালী তাঁর নাম।


গাও তাঁর নামের মাহাত্ম্য, আভূমি প্রণত হও তাঁর মহান প্রকাশে।


প্রভুর ভবনের প্রাঙ্গণে, হে জেরুশালেম, তোমারই মাঝে। তোমরা প্রভু পরমেশ্বরের প্রশংসা কর।


প্রতি সাব্বাথ ও অমাবস্যা তিথির পার্বণে লোকেরা দেউড়ির সামনে বসেই প্রভু পরমেশ্বরের কাছে প্রণিপাত করবে ও উপাসনা করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন