Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 96:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 প্রতাপ ও গৌরব তাঁর অগ্রবর্তী, তাঁর পবিত্রস্থানে বিরাজ করে শক্তি ও সৌন্দর্য।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 গৌরব ও মহিমা তাঁর অগ্রবর্তী; শক্তি ও শোভা তাঁর পবিত্র স্থানে বিদ্যমান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 দীপ্তি ও প্রতাপ তাঁকে ঘিরে রেখেছে; পরাক্রম ও মহিমা তাঁর পবিত্রস্থান পূর্ণ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 প্রভা ও প্রতাপ তাঁহার অগ্রবর্ত্তী; শক্তি ও শোভা তাঁহার ধর্ম্মধামে বিদ্যমান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 তাঁর সামনে অনুপম মহিমা ভাস্বর হয়ে ওঠে। ঈশ্বরের পবিত্র মন্দিরে শক্তি ও সৌন্দর্য্য দুই-ই আছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 প্রভা ও প্রতাপ তার অগ্রবর্ত্তী; শক্তি ও শোভা তার ধর্মধামে বিরাজমান।

অধ্যায় দেখুন কপি




গীত 96:6
13 ক্রস রেফারেন্স  

হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, ধন্যবাদ কর তাঁর, হে প্রভু পরমেশ্বর, আমার ঈশ্বর, তুমি সুমহান্‌ গৌরব ও প্রতাপে তুমি সুশোভিত,


প্রভু পরমেশ্বরই রাজাধিরাজ, মহিমায় বিভূষিত তিনি, সুশোভিত তিনি গৌরব ও পরাক্রমে, এ জগতও প্রতিষ্ঠিত সুদৃঢ় ভিত্তিতে,


গৌরব ও মর্যাদায় তিনি পরিবেষ্টিত, পরাক্রম ও আনন্দ বিরাজিত তাঁর মন্দিরে।


তিনিই ঈশ্বরের মহিমার কিরণ। ঈশ্বরের স্বরূপও তাঁর মাঝে অবিকলভাবে মুদ্রিত। সমগ্র সৃষ্টি তিনি ধারণ করে আছেন তাঁর তেজোময় বাক্যের মহাপরাক্রমে। পাপস্খালনের ব্যবস্থা করার পর তিনি দ্যুলোকে মহামহিম ঈশ্বরের দক্ষিণে আসন গ্রহণ করেছেন।


অপরূপ রূপে শোভিত সিয়োন, সেখান থেকে প্রকাশিত তাঁর পূর্ণ জ্যোতি।


প্রভুর ভীম গর্জনে ভীত হরিণীরা অকালে করে প্রসব, ঝরে যায় অরণ্যের পত্ররাশি, মন্দিরে সকলে করে তাঁর ভয়ালরূপের বন্দনা গান।


প্রভু পরমেশ্বরের কাছে আমি জানিয়েছি শুধু একটি আবেদন, তারই সন্ধানে আমি থাকব নিয়ত, যেন প্রভুরই ভবনে আমি বাস করি আজীবন। যেন দু চোখ ভরে দেখি তাঁর মোহন রূপ, যেন তাঁর মন্দিরে তাঁরই করি ধ্যান।


আকাশমণ্ডল বর্ণনা করে ঈশ্বরের মহিমা, মহাকাশ ঘোষণা করে তাঁর কীর্তি কাহিনী।


হে প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর, বিরাজিত তোমার মহিমা এ বিশ্বসংসারে, ঊর্ধ্বে অন্তরীক্ষে ধ্বনিত তোমার স্তবগান।


উপাদেয় খাদ্যে যেমন তৃপ্ত হয় মানব রসনা, তেমনি তৃপ্ত হবে আমার জীবন ও সত্তা, আমি মহানন্দে গাইব তোমার স্তবগান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন