Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 96:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 জাতিবৃন্দের দেবতাসমূহ অসার অলীক, কিন্তু প্রভু পরমেশ্বর বিশ্বজগতের স্রষ্টা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 কেননা জাতিদের সমস্ত দেবতা মূর্তিমাত্র, কিন্তু মাবুদ আসমানের নির্মাতা;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 কারণ, জাতিগণের সমস্ত দেবতা কেবল প্রতিমা মাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডল সৃষ্টি করেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 কেননা জাতিগণের সমস্ত দেবতা অবস্তুমাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডলের নির্ম্মাতা;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 অন্যান্য সমস্ত জাতির “দেবতা” মূর্ত্তিমাত্র। কিন্তু প্রভু স্বর্গ সৃষ্টি করেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 কারণ জাতিদের সমস্ত দেবতা অবস্তুমাত্র, কিন্তু সদাপ্রভুু আকাশমণ্ডলের নির্মাতা;

অধ্যায় দেখুন কপি




গীত 96:5
15 ক্রস রেফারেন্স  

স্বর্গ ও পৃথিবীর স্রষ্টা প্রভু পরমেশ্বর, আশীর্বাদ করুন তোমাদের।


ঈশ্বর সৃদন করেছেন আকাশমণ্ডল, দিয়েছেন তার অসীম বিস্তার। রচনা করেছেন এই ধরাতল, তাঁরই সৃষ্টি এই বিশ্বচরাচর। মর্ত্য মানবকে দিয়েছেন জীবন তিনি দিয়েছেন শ্বাসবায়ু সকল প্রাণীকে। ঈশ্বর, পরমেশ্বর তাঁর দাসকে বলেছেন,


প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য সম্পর্কে আমরা জানি এ জগতে প্রতিমার কোন অস্বিত্বই নেই। ঈশ্বর এক এবং অনন্য।


তাদের নির্মাতা ও উপাসক–— সকলেরই দশা হবে ঐ প্রতিমাগুলির মত।


আপনারা দেখতেই পাচ্ছেন এবং শুনছেনও যে, শুধু ইফিসাসে নয়, প্রায় সারা এশিয়া জুড়ে এই পৌল প্রচার করে বেড়াচ্ছে, বলছে, মানুষের হাতে গড়া দেবতা কোন মতেই দেবতা নয়।’ এ কথায় বহুলোক বিশ্বাস করেছে এবং তার কথা মেনে নিয়েছে।


সোনা ও রূপো দিয়ে মানুষের হাতে গড়া অন্যান্য জাতির প্রতিমা,


ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টির কাজ আরম্ভ করলেন। সেইরকম পৃথিবী ছিল বিশৃঙ্খল। সেখানে প্রাণের চিহ্নমাত্র ছিল না।


তখন মনে হয়, কে এই নশ্বর মানব? কেন ভাব তার কথা? কেন এই মানবের প্রতি তুমি এত সযত্ন সজাগ?


অলীক অসার এই দেবকুল কিছুই তারা পারে না করতে শক্তিহীন অক্ষম এইসব অলীক প্রতিমা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন