Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 95:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 প্রভু পরমেশ্বর মহান ঈশ্বর, সকল দেবতার উপরে তিনিই মহান রাজা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 কেননা মাবুদ মহান আল্লাহ্‌, তিনি সমুদয় দেবতার উপরে মহান বাদশাহ্‌।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 কারণ সদাপ্রভু মহান ঈশ্বর, সব দেবতার উপর মহান রাজা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 কেননা সদাপ্রভু মহান্‌ ঈশ্বর, তিনি সমুদয় দেবতার উপরে মহান্‌ রাজা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 কেন? কারণ প্রভুই মহান ঈশ্বর! তিনিই সেই মহান রাজা যিনি সকল “দেবতাদের” শাসন করছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 কারণ সদাপ্রভুু, মহান ঈশ্বর, তিনি সমস্ত দেবতাদের উপরে মহান রাজা,

অধ্যায় দেখুন কপি




গীত 95:3
22 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর মহামহীয়ান, সকল স্তবস্তুতি একমাত্র তাঁরই প্রাপ্য, সমস্ত দেবতার চেয়ে সম্ভ্রমে তিনি বরণীয়।


প্রভু পরমেশ্বর মহান, সকল গৌরব ও মহিমা তাঁরই, বোধের অতীত তাঁর মহত্ত্ব।


আমি জানি, সুমহান আমাদের আরাধ্য প্রভু পরমেশ্বর সকল দেবতার ঊর্ধ্বে তিনি।


কেননা হে প্রভু পরমেশ্বর এ পৃথিবীতে তুমিই সবার উপরে তুমিই মহীয়ান সকল দেবতার চেয়ে।


পৃথিবীর নামেও নয়, কারণ পৃথিবী হল তাঁর পাদপীঠ, কিম্বা জেরুশালেমের নামেও নয়, কারণ তা হল রাজ রাজেশ্বরের রাজধানী।


পরাৎপর প্রভু পরমেশ্বর মহাসম্ভ্রমশালী, সমগ্র পৃথিবীর মহান অধিপতি।


পালে নিখুঁত পশু থাকা সত্ত্বেও যে প্রতারক পরমেশ্বরের উদ্দেশে মানত পূরণের জন্য খুঁতগ্রস্ত পশু উৎসর্গ করে, সে অভিশপ্ত হোক! কারণ আমি মহান রাজা, সর্বজাতি আমাকে সম্ভ্রম ও সমাদর করে।


উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সর্বজাতির মাঝে আমি পূজিত এবং সর্বস্থানে আমার নামে নিবেদিত হয় সুগন্ধি ধূপ ও শুচিশুদ্ধ নৈবেদ্য, কারণ সর্বজাতি আমাকে সম্ভ্রম করে।


অতএব আমি নেবুকাডনেজার স্বর্গের অধিপতি ঈশ্বরের মহিমা, প্রশস্তি ও গুণকীর্তন করি। তাঁর প্রতিটি কাজ ধর্মসঙ্গত ও সঠিক। উদ্ধত, অহঙ্কারী মানুষের দর্পতিনি চূর্ণ করতে পারেন।


আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমিই রাজা, আমি জাগ্রত ঈশ্বর, তাবোর পর্বত যেমন ছাড়িয়ে যায় সমস্ত পর্বত শীর্ষ সমুদ্রপৃষ্ঠেরও অনেক উপরে যেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কার্মেল পর্বত, তেমনি মহাশক্তিধর সেও, যে আসছে তোমাদের আক্রমণ করতে।


আমার প্রজাবৃন্দ, ভয় পেয়ো না তোমরা! প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত যা কিছু আমি ভবিষ্যদ্বাণী করেছিলাম, সবই জান তোমরা! তোমরাই আমার সাক্ষী। আছে কি আর কোন শক্তি আমার সমকক্ষ? আছে কি কোন পরাক্রমী দেবতা যার কথা আমি শুনি নি কখনও?


মোয়াব ও তার জনপদ হবে বিধ্বস্ত, নিহত হবে তার বীর যুবকেরা। আমিই রাজা, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমি বললাম এই কথা।


ঐ রাত্রে আমি মিশরের মধ্য দিয়ে যাব এবং মিশরের মানুষ ও পশু নির্বিশেষে সকলের প্রথমজাত সন্তানকে সংহার করব। আমি প্রভু পরমেশ্বর এইভাবেই মিশরের দেবতাদের দণ্ডবিধান করব।


তোমরা তাদের ভয় করো না, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের মাঝেই রয়েছেন, মহান্‌ ও ভয়ঙ্কর ঈশ্বর তিনি।


ইষ্রা মহান প্রভু পরমেশ্বরের প্রশংসা করলেন আর সব লোক হাত তুলে ‘তথাস্তু’ ‘তথাস্তু’ বলে প্রত্যুত্তর করল। তারপর তারা সাষ্টাঙ্গে প্রণত হয়ে পরমেশ্বরের উপাসনা করল।


তিনি জাতিগণকে আমাদের অধীন করেছেন, নানা জাতিকে করেছেন আমাদের পদানত।


হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, ধন্যবাদ কর তাঁর, হে প্রভু পরমেশ্বর, আমার ঈশ্বর, তুমি সুমহান্‌ গৌরব ও প্রতাপে তুমি সুশোভিত,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন