Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 94:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 বিধবা ও প্রবাসীদের বধ করছে তারা, অনাথ শিশুদের করছে হত্যা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তারা বিধবা ও প্রবাসীকে হত্যা করছে; এতিমদেরকে মেরে ফেলছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তারা বিধবা আর বিদেশিদের নাশ করে; তারা অনাথদের হত্যা করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তাহারা বিধবা ও প্রবাসীকে বধ করিতেছে; পিতৃহীনদিগকে মারিয়া ফেলিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আমাদের দেশে যে সব বিধবা ও বিদেশী থাকে, ওই দুর্জনরা তাদের হত্যা করে। অনাথদেরও ওরা খুন করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তারা বিধবা ও প্রবাসীকে বধ করছে; পিতৃহীনদেরকে মেরে ফেলছে।

অধ্যায় দেখুন কপি




গীত 94:6
6 ক্রস রেফারেন্স  

এইভাবে তোমরা গরীবের ন্যায়বিচার লাভে বাধা সৃষ্টি কর। এইভাবেই তোমরা বিধবা ও পিতৃমাতৃহীন অনাথের সম্পত্তি আত্নসাৎ কর।


আমি তখন বিচারকরূপে তোমাদের সামনে উপস্থিত হব। যারা মায়াবী জাদুকর, ব্যাভিচারী, মিথ্যাশপথকারী এবং যারা দিনমজুর, বিধবা, অনাথ ও শিশুদের নির্যাতন করে, যারা প্রবাসীদের উপর দুর্ব্যবহার করে, যারা আমাকে মান্য করে না, তাদের সব কুকর্ম প্রকাশ করে দেব।


নগরীর একজনও তার পিতামাতাকে শ্রদ্ধা করে না। তোমরা বিদেশীদের প্রতারণা কর, বিধবা ও অনাথ পিতৃ-মাতৃহীনের উপর জুলুম করার সুযোগ নাও।


বিদেশী, পিতৃমাতৃহীন অনাথ এবং বিধবাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাদের নিপীড়ন করো না। দেশের নিরীহ মানুষদের হত্যা করা বন্ধ কর। অলীক দেবতাদের পূজা বন্ধ কর, অন্যথায় ধ্বংস হয়ে যাবে তোমরা।


আমি, প্রভু পরমেশ্বর, তোমাদের আদেশ করছি, তোমরা ন্যায়সঙ্গত কাজ কর। নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষকে উদ্ধার কর উৎপীড়কের হাত থেকে, ফিরিয়ে দাও তার ন্যায্য অধিকার। বিদেশী, অনাথ ও বিধবাদের উপরে অত্যাচার, উৎপীড়ন করো না এবং এই পবিত্র স্থানে কোন নিরীহ ব্যক্তির রক্তপাত ঘটিও না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন