Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 94:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 দুর্জনদের বিরুদ্ধে কে আমার পক্ষ অবলম্বন করে? কে-ই বা আমার পক্ষ হয়ে অধর্মাচারীদের বিরুদ্ধে দাঁড়ায়?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 কে আমার পক্ষে হয়ে দুরাচারদের বিরুদ্ধে উঠবে? কে আমার পক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে দাঁড়াবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 কে আমার পক্ষ নিয়ে দুষ্টদের বিরুদ্ধে দাঁড়াবে? কে অনিষ্টকারীদের বিরুদ্ধে আমার পক্ষ নেবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 কে আমার পক্ষে হইয়া দুরাচারগণের বিরুদ্ধে উঠিবে? কে আমার পক্ষে অধর্ম্মাচারিগণের বিরুদ্ধে দাঁড়াইবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 মন্দ লোকদের বিরুদ্ধে লড়াই করার জন্য কেউই আমায় সাহায্য করে নি। যারা মন্দ কাজ করে, তাদের সঙ্গে লড়াই করার জন্য কোন লোক আমার পাশে দাঁড়ায় নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 কে আমার পক্ষ হয়ে দূরাচারদের বিরুদ্ধে উঠবে? কে আমার পক্ষে দুষ্টদের বিরুদ্ধে দাড়াবে?

অধ্যায় দেখুন কপি




গীত 94:16
19 ক্রস রেফারেন্স  

প্রভুর দূত বলেন, ‘মেরোজকে শাপ দাও, শাপ দাও সেখানের অধিবাসীদের, তারা এগিয়ে আসেনি প্রভুর সহায়তা করতে, শত্রুসেনার বিরুদ্ধে করেনি প্রভুকে সাহায্য।’


এই ধরণের লোকদের সাহায্য করা আমাদের কর্তব্য, যেন এভাবেই আমরা সত্য প্রচারের কাজে তাঁদের সহকর্মী হতে পারি।


যে আমার স্বপক্ষে নয় সে আমার বিপক্ষে। যে আমার সঙ্গে কুড়ায় না, সে ছড়িয়ে ফেলে।


আমি এমন একজনকে খুঁজলাম যে নগরীর ভাঙ্গা প্রাচীর সারাবে, আমার ধ্বংসোদ্যত ক্রোধের মুখে ভাঙ্গা প্রাচীরের সামনে এসে দাঁড়াবে দেশকে রক্ষা করার জন্য। কিন্তু কাউকে পেলাম না


হে জেরুশালেমবাসী, রাস্তায় বেরিয়ে পড়,পথে পথে দৌড়াও, খোঁজ চারিদিকে। বাজারে চাঁদনীচকে খুঁজে দেখ, এমন কাউকে পাও কি না, যে ন্যায্য কাজ করে এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করে। যদি তেমন কাউকে খুঁজে বার করতে পার, তাহলে প্রভু পরমেশ্বর জেরুশালেমকে মার্জনা করবেন।


আমি যখন দেখলাম, আমাকে সাহায্য করার জন্য কেউ কোথাও নেই, বিস্মিত হয়েছিলাম আমি। কিন্তু আমার ক্রোধ আমাকে শক্তিমান করেছিল, আমি এককভাবেই জয়লাভ করেছিলাম।


বিস্মিত হলেন দেখে যে নিপীড়িতকে সাহায্য করার কেউ নেই। তাই তিনি আপন ক্ষমতা প্রয়োগ করে উদ্ধার করলেন তাদের, জয়লাভ করলেন সবার উপর।


অত্যাচারীর কবল থেকে মুক্ত কর আমায়, রক্তলোলুপ মানুষের হাত থেকে আমায় বাঁচাও।


হে প্রভু পরমেশ্বর! জাগো প্রতিরোধ কর, উচ্ছেদ কর ওদের। তোমার উদ্যত তরবারি রক্ষা করুক আমার প্রাণ দুর্বৃত্তের কবল থেকে!


আমি মনে মনে সেগুলির বিষয় চিন্তা করলাম, তারপর সম্ভ্রান্ত ব্যক্তিদের এবং সরকারী কর্মচারীদের অভিযুক্ত করলাম। আমি তাদের বললাম, তোমরা তোমাদের দেশবাসীদের কাছ থেকে জোর করে অবৈধ সুদ আদায় করছ। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য একটি বড় সভা আহ্বান করে সকলকে বললাম,


যেহু আবার যাত্রা শুরু করলেন। পথে রেখাবের পুত্র যিহোনাদবের সঙ্গে তাঁর দেখা হল। যেহু তাঁকে সম্ভাষণ জানিয়ে বললেন, তোমার সঙ্গে আমার মতের কোন পার্থক্য নেই। ঠিক তো? যিহোনাদব বললেন, না। যেহু বললেন, তাই যদি হয়, হাতে হাত মেলাও। তাঁরা হাতে হাত মিলালেন এবং যেহু তাঁকে নিজের রথে তুলে নিলেন।


যেহু উপরে জানালার দিকে চেয়ে চীৎকার করে বললেন, কে আছ আমার পক্ষে? কে কে? রাজপ্রাসাদের দু-তিনজন কর্মচারী জানালা দিয়ে মুখ বাড়াতেই


আর সিন্দুকটি যখন যাত্রা শুরু করত তখন মোশি বলতেনঃ উত্থিত হও হে প্রভু পরমেশ্বর, তোমার শত্রুরা হোক ছত্রভঙ্গ, বিদ্বেষীরা করুক পলায়ন তোমার সম্মুখ হতে।


প্রভু পরমেশ্বর আমার পক্ষে, আমার কোন ভয় নাই, মানুষ আমার কি করতে পারে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন