Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 94:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে প্রভু, ঈশ্বর তুমি, প্রকাশ কর তোমার রোষ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 হে মাবুদ, তুমি প্রতিফলদাতা আল্লাহ্‌, হে প্রতিফলদাতা আল্লাহ্‌, দেদীপ্যমান হও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 সদাপ্রভু, এমন ঈশ্বর, যিনি প্রতিফল দেন। হে প্রতিফলদাতা ঈশ্বর, তোমার ন্যায়বিচার দেদীপ্যমান হোক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হে প্রতিফলদাতা ঈশ্বর সদাপ্রভু, হে প্রতিফলদাতা ঈশ্বর, দেদীপ্যমান হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু, আপনিই সেই ঈশ্বর যিনি আসেন এবং লোকেদের শাস্তি দেন। আপনি সেই ঈশ্বর যিনি মানুষের জন্য শাস্তি নিয়ে আসেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 হে প্রতিফল দানকারী ঈশ্বর সদাপ্রভুু, ঈশ্বর আপনার ক্রোধ প্রকাশ করুন।

অধ্যায় দেখুন কপি




গীত 94:1
14 ক্রস রেফারেন্স  

হতাশায় ভেঙ্গে পড়া মানুষকে ডেকে বল, সাহস কর, পেয়ো না ভয়! ঈশ্বর আসছেন উদ্ধার করতে তোমায়, আসছেন দণ্ড দিতে শত্রুকে তোমার।


প্রভু পরমেশ্বর অদ্বিতীয়, কোন প্রতিদ্বন্দ্বীকে তিনি সহ্য করেন না। যারা তাঁর বিরোধিতা করে, তিনি তাদের শাস্তি দেন, শত্রুদের উপর প্রতিশোধ নেন।


বন্ধুগণ, তোমরা নিজেরা প্রতিশোধ নিয়ো না, প্রতিফল দেবার ভার ঈশ্বরের হাতে ছেড়ে দাও। শাস্ত্রে আছে, প্রভু বলেছেন, “প্রতিশোধের দায়িত্ব আমার, আমিই প্রতিফল দেব।”


যারা ঈশ্বরকে স্বীকার করে না ও যারা আমাদের প্রভু যীশুর সুসমাচার মানে না, তাদের দণ্ড দেবেন।


তিনি পরিধান করলেন ন্যায়বিচারের বর্ম, মাথায় পরলেন পরিত্রাণের শিরস্ত্রাণ। দুষ্ট দমনে তিনি হয়ে উঠলেন খড়গহস্ত, অন্যায়ের প্রতিকারে দৃঢ় প্রতিজ্ঞ।


প্রতিশোধ গ্রহণ ও প্রতিফল দান আমারই কর্ম, ওদের পদস্খলনের সময় আসন্ন, আসন্ন ওদের বিপত্তির দিন, অবিলম্বে নেমে আসছে ওদের নিরূপিত দণ্ড।


কারণ ‘প্রতিশোধ নেওয়ার অধিকার আমার, আমিই প্রতিফল দেব’ —এ কথা কে বলেছেন আমরা জানি। তিনি আরও বলেছেন, প্রভুই তাঁর প্রজাদের বিচার করবেন।


দেখ, উদ্বাস্তুরা ব্যাবিলন থেকে জেরুশালেমে পালিয়ে এসেছে। এই মন্দিরের প্রতি ব্যাবিলনীয়রা যে ব্যবহার করেছে, তার প্রতিশোধ প্রভু পরমেশ্বর কিভাবে নিয়েছেন, সেই কথা তারা বলছে।


হে ইসরায়েলের প্রতিপালক, মিনতি শোন, তুমিই চালনা কর যোষফকুলকে মেষপালের মত, করূববাহনে সমাসীন তুমি ভাস্বর হয়ে ওঠ।


অপরূপ রূপে শোভিত সিয়োন, সেখান থেকে প্রকাশিত তাঁর পূর্ণ জ্যোতি।


আহাবের সেই পুত্র, যে তোমার মনিব ও রাজা, তাকে তুমি হত্যা করবে যাতে আমি আমার নবী ও দাসদের হত্যা করার অপরাধে ঈষেবলের উপরে প্রতিশোধ নিতে পারি।


ব্যাবিলন ত্যাগ করে শীঘ্র পালাও। প্রাণ নিয়ে পালাও এখান থেকে। নইলে ব্যাবিলনের পাপের জন্য তোমাকেও মরতে হবে। কাল পূর্ণ হয়েছে, এবার আমি তাকে যোগ্য দণ্ডদান্য উদ্যত হয়েছি।


তারা এসেছে ব্যাবিলনকে ধ্বংস করতে, তার সৈন্যেরা হয়েছে বন্দী, ভেঙে গেছে তাদের ধনুক। আমি প্রতিফলদাতা ঈশ্বর, ব্যাবিলনকে আমি সমুচিত শাস্তি দেব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন