Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 92:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কপটাচারীরা জানে না এ কথা, নির্বোধও বোঝে না যে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 নরপশু জানে না, নির্বোধ তা বোঝে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 অচেতন লোকেরা জানে না, মূর্খরা বুঝতে পারে না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 নরপশু জানে না, নির্ব্বোধ ইহা বুঝে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আপনার তুলনায় মানুষ এক্কেবারে নির্বোধ প্রাণী। আমরা সেই বোকাদের মত যারা কিছুই বুঝতে পারে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 নরপশু জানে না, নির্বোধ তা বোঝেনা।

অধ্যায় দেখুন কপি




গীত 92:6
18 ক্রস রেফারেন্স  

অজ্ঞ ও মূর্খ আমি তোমার দৃষ্টিতে ছিলাম নির্বোধ পশুর সমান।


বোঝবার চেষ্টা কর হে মূর্খের দল, কবে তোমাদের বোধোদয় হবে?


ওরে মূর্খের দল! আর কতকাল তোরা মূর্খতার তৃপ্ত হয়ে কাল কাটাবি? নিন্দুকের দল, আর কতকাল নিন্দায় তুষ্ট থাকবি? নির্বোধেরা কতকাল অবহেলা করবি জ্ঞান?


জ্ঞানী-মূর্খ নির্বিশেষে সকলেরই শেষ পরিণতি মৃত্যু, তাদের রেখে যাওয়া ধনসম্পদ ভোগ করে অন্যজনে।


সংসারে আবদ্ধ ঈশ্বরের আত্মার প্রসাদ গ্রহণ করতে পারে না কারণ তার বিবেচনায় এ সবই মূর্খতা। সে এ কথা বুঝতেও পারে না কারণ আধ্যাত্মিক ভাবেই তার বিচার-বিশ্লেষণ করতে হয়।


এই দৃশ্য দেখে মানুষ হয় স্তম্ভিত, হারায় চেতনা, প্রতিমা নির্মাতাদের হয় নিদারুণ মোহভঙ্গ, কারণ তাদের হাতে গড়া প্রতিমারা অলীক নিষ্প্রাণ,


প্রজ্ঞার নাগাল পাওয়া নির্বোধের অসাধ্য, গুরুত্বপূর্ণ আলোচনায় তার বলার মত কিছু থাকে না।


কিন্তু ঈশ্বর তাকে বললেন, ‘মূর্খ, আজ রাত্রেই তেআমার প্রাণ নিয়ে নেওয়া হবে। এই যে আয়োজন করলে, সেগুলি তখন কার হবে?’


পশুপাল তাদের মনিবকে চেনে, গর্দভেরা জানে কোথায় তাদের মনিব তাদের চরাতে নিয়ে যান। কিন্তু আমার প্রজা ইসরায়েলীরা তাও জানে না।


মূর্খ আমি, মানুষ বলে অভিহিত হওয়ার যোগ্য নই, মানুষের যে বোধ থাকা উচিত আমার তাও নেই।


হয়ো না তোমরা অবাধ্য অশ্ব বা মহিষের মত, যাদের বশে রাখতে হয় বল্গা ও লাগাম দিয়ে।


নির্বোধ মনে মনে বলে: ঈশ্বর নাই। ওরা ভ্রষ্ট, দুরাচার, সৎকর্ম করে না কেউ।


গর্বোদ্ধতদের আমি বলি: দম্ভ করো না তোমরা, দুর্জনদের বলি: দর্পভরে তুলো না তোমার শির,


হে প্রভু পরমেশ্বর বহুবিচিত্র অসংখ্য তোমার সৃষ্টি! আপন প্রজ্ঞায় তুমি করেছ সৃজন সর্ববস্তু, তোমার ঐশ্বর্যে পরিপূর্ণ এই বসুন্ধরা।


আমি তোমার স্তব গান করি তুমি ভয়াল সুন্দর, অপরূপ তুমি। পরমাশ্চর্য তোমার কীর্তিকলাপ, তুমি জান আমার অণু-পরমাণু।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের কাছে থেকেই এই প্রজ্ঞা আসে। ঈশ্বরের সমস্ত পরামর্শই জ্ঞানপূর্ণ, তাঁর বিবেচনা প্রজ্ঞার আধার।


আমার মত ও পথের সাথে তোমাদের মত ও পথের ঠিত ততখানিই ব্যবধান, যে ব্যবধান রয়েছে স্বর্গ ও মর্ত্যের মাঝে।


মহৎ তোমার পরিকল্পনা, কর্মে তোমার শক্তির পরিচয়। মানুষের কোনও কাজই তোমার অগোচরে হয় না, তুমি তাদের কাজের উপযুক্ত পুরস্কার দিয়ে থাক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন