Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 92:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তোমার মহান কর্ম হে প্রভু পরমেশ্বর আনন্দে পূর্ণ করে আমার হৃদয়, কী মহান কীর্তি তোমার আমি গাইব তোমার জয়গান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 কেননা, হে মাবুদ, তুমি তোমার কাজ দ্বারা আমাকে আহ্লাদিত করেছ; আমি তোমার হস্তকৃত সমস্ত কাজে জয়ধ্বনি করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 কারণ হে সদাপ্রভু, তোমার কাজ দ্বারা তুমি আমাকে আনন্দিত করেছ। তোমার হাতের কাজ দেখে আমি আনন্দে গান করি

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 কেননা, হে সদাপ্রভু, তুমি আপন কার্য্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ; আমি তোমার হস্তকৃত কার্য্য সকলে জয়ধ্বনি করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 প্রভু, যে সব জিনিস আপনি করেছেন তা দিয়ে আমাদের প্রকৃতই সুখী করেছেন। আমরা প্রফুল্লচিত্তে ওই সব বিষয়ের গুণগান করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 কারণ হে সদাপ্রভুু, তুমি আমার কাজের মাধ্যমে আমাকে আনন্দিত করেছ; আমি তোমার হাতে করা সমস্ত কাজের জয়ধ্বনি করব।

অধ্যায় দেখুন কপি




গীত 92:4
20 ক্রস রেফারেন্স  

ঈশ্বরকে ধন্যবাদ, আমরা খ্রীষ্টের বন্দী। বিজয় মিছিলে ঈশ্বর আমাদের পরিচালিত করেন এবং আমাদের মধ্য দিয়েই সর্বত্র খ্রীষ্টের সম্পর্কিত তত্ত্বজ্ঞানের সৌরভ বিতরণ করেন।


তোমার সৃষ্ট সব কিছুর উপর কর্তৃত্ব দিয়েছ তাকে।


মুক্তিদাতা প্রভুতেই আমার চিত্তের উল্লাস।


প্রভু পরমেশ্বর আমাদের জন্য সাধন করেছেন কত মহৎ কর্ম, আমরা তাই আনন্দিত!


সেই রকম এখন তোমরা বেদনার্ত হয়েছ কিন্তু আবার যখন তোমাদের সঙ্গে আমার দেখা হবে এবং তোমাদের হৃদয় তখন উচ্ছল হবে আনন্দে। সেই আনন্দ কেউ অপহরণ করতে পারবে না।


“হে স্বর্গরলোক, আনন্দ কর তার এ দশায়,পুণ্যাত্মা, প্রেরিত-শিষ্য ওপ্রবক্তা নবীরাও উল্লসিত হও,কারণ তোমাদের প্রতি তার অন্যায়েরবিচার করে ঈশ্বর তাকেদিয়েছেন চরম প্রতিফল।”


অতীতের দিনগুলি স্মরণ করি আমি, ধ্যান করি আমি তোমার সকল কীর্তি তোমার সৃষ্টির রহস্যে অভিভূত আমি।


প্রভু পরমেশ্বর বলেন,আনন্দ সঙ্গীত গাও, ইসরায়েলের জন্য,জাতিবৃন্দের মাঝে যে জাতি মহান্‌, গাও তার স্তবগান। রক্ষা করেছেন প্রভু পরমেশ্বর তাঁর প্রজাবৃন্দকে উদ্ধার করেছেন তাদের যারা ছিল অবশিষ্ট।


প্রভু পরমেশ্বরের মহিমা চিরায়ত হোক! তৃপ্ত হোন তিনি সৃষ্টির আনন্দে।


তোমার সেবকদের কাছে প্রকাশ কর তোমার মহান কর্ম আমাদের সন্তানদের কাছে ব্যক্ত হোক তোমার অপার মহিমা।


ধর্মপরায়ণ ব্যক্তি প্রভু পরমেশ্বরের নামে করুক আনন্দ, হোক তাঁর শরণাগত, ন্যায়নিষ্ঠ চিত্ত যাদের তারা করুক তাঁর স্তুতিগান।


আমার চিত্তের ধ্যান গ্রাহ্য হোক তাঁর দৃষ্টিতে, প্রভু পরমেশ্বরই আমার আনন্দ।


তোমরা বীণার ঝঙ্কারে গাও পরমেশ্বরের স্তুতিগান, নিবেদন কর স্তবের নৈবেদ্য বহুবিচিত্র তারের ঝঙ্কারে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন