Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 92:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 প্রতি প্রভাতে তোমার অবিচল প্রেমের কথা, ও নিশীথে তোমার সত্যময়তার কথা ঘোষণা করা ভাল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 খুব ভোরে তোমার অটল মহব্বত, ও প্রতিরাত্রে তোমার বিশ্বস্ততা তবলিগ করা উত্তম,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 দশ-তারের সুরবাহার এবং বীণার সুর সহযোগে

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 প্রাতঃকালে তোমার দয়া, ও প্রতিরাত্রে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 প্রাতঃকালে আপনার প্রেমের গান এবং নিশাকালে আপনার বিশ্বস্ততার গান গাওয়াই ভালো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 ভোরেরবেলা তোমার চুক্তির বিশ্বস্ততা ঘোষণা করা ও প্রতি রাতে তোমার বিশস্ততা প্রচার করা উত্তম,

অধ্যায় দেখুন কপি




গীত 92:2
14 ক্রস রেফারেন্স  

মোশির মাধ্যমে প্রদত্ত হয়েছিল শাস্ত্রীয় বিধান কিন্তু যীশু খ্রীষ্টের মাধ্যমে বিতরিত হল অনুগ্রহ ও সত্য।


আমি কীর্তন করব প্রভু পরমেশ্বরের অবিচল প্রেমের কথা নিবেদন করব কৃতজ্ঞতায় পূর্ণ স্তবের অঞ্জলি।


দিবসে প্রভু দান করুন তাঁর করুণা, রাত্রে তাঁর স্তোত্র হোক আমার সাথী, আমার জীবনেশ্বরের কাছে এই বিনতি আমার।


মাঝরাতে পৌল ও সীল ঈশ্বরের কাছে প্রার্থনা ও স্তব করছিলেন। সমস্ত বন্দীরা তাঁদের গান শুনছিল।


আমার ওষ্ঠাধর ঘোষণা করবে তোমার মাহাত্ম্য, সারাদিন আমি বলব তোমার পরিত্রাণ সাধনের কথা, যদিও অগণিত তার সংখ্যা!


প্রতিদিন গাইব আমি তোমার জয়গান, নিত্য করব তোমার নামের প্রশংসা।


কিন্তু তারা কেউ তাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে ডাকে না, যিনি নিবিড়তম অন্ধকারেও তাদের মনে আশা সঞ্চার করেন।


সঙ্কটের দিনে আমি প্রভু পরমেশ্বরের অন্বেষণ করি, সারাটি রাত হস্ত প্রসারিত করে আমি অবিরত নিবিষ্ট থাকি প্রার্থনায়, কোন সান্ত্বনা মানে না আমার মন।


রাজা দাউদ এবং মন্দিরের লেবীয় কর্মকর্তারা উপাসনা অনুষ্ঠানের জন্য লেবী গোষ্ঠীর আসফ, হেমন ও যেদুথুনের বংশধরদের মনোনীত করেছিলেন। এঁদের দায়িত্ব ছিল বীণা ও করতাল বাজিয়ে ভাবাবেশে ঈশ্বরের বাণী ঘোষণা করা। উপাসনা অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট ব্যক্তি ও তাঁদের নির্দিষ্ট কাজের তালিকা নিম্নে দেওয়া হল।


আমার শত্রুরা পলায়মান, ধরাশায়ী, বিধ্বস্ত তোমার আবির্ভাবে।


করুণা ও সুবিচার আমার গানের কথা হে প্রভু পরমেশ্বর আমি তোমারই স্তবগান গাইব।


প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা! আমাদের আরাধ্য ঈশ্বরের স্তুতিগান করা কত উত্তম, তাঁর প্রশস্তি করা কতই না মনোহর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন