Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 91:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 তাঁরা দুহাতে তোমাকে তুলে নেবেন পাথরের আঘাত লাগবে না তোমার চরণে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 তাঁরা তোমাকে হাতে করে তুলে নেবেন, যেন তোমার চরণে পাথরের আঘাত না লাগে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তাঁরা তোমাকে তাঁদের হাতে তুলে নেবেন, যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 তাঁহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 তোমার পা যাতে পাথরে হোঁচট না খায়, সেই জন্য ওদের হাত তোমায় ধরে থাকবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তারা তোমাকে হাতে করে তুলে নেবেন, যেন তুমি সরে না যাও এবং পাথরের ওপরে না পড়।

অধ্যায় দেখুন কপি




গীত 91:12
7 ক্রস রেফারেন্স  

স্খলিত হলেও সে হবে না ভূপাতিত, কেননা প্রভু আপন হাতে তাকে করেন ধারণ।


এবং তাঁরা তোমায় হাত বাড়িয়ে ধরে নেবেন যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।’


তাহলে তুমি নির্ভয়ে পথ চলতে পারবে আঘাত লাগবে না তোমার পায়ে।


সকল দুঃখ যন্ত্রণা থেকে। কোন দূত নয়, স্বয়ং প্রভু পরমেশ্বরই উদ্ধার করলেন তাদের। তিনি তাঁর প্রেম ও করুণায় তাদের মুক্ত করলেন। অতীতে তিনি সর্বদা তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতেন, যত্ন নিতেন, নিয়ে যেতেন কোলে তুলে,


তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে এখান থেকে লাফিয়ে পড়, শাস্ত্রে তো লেখা রয়েছে: ঈশ্বর তাঁর দূতবাহিনীকে আদেশ দেবেন, তাঁরা তোমাকে হাত পেতে ধরে নেবেন যেন তোমার গায়ে পাথরের আঘাত না লাগে।


হে যাকোবকুল, শোন আমার কথা, আমার প্রজাবৃন্দের মধ্যে অবশিষ্ট রয়েছ যারা শোন সকলে, আমি সযত্নে তোমাদের করেছি পালন তোমাদের জন্মলগ্ন থেকে


তোমার চাষের জমি হবে না প্রস্তরময়, হিংস্র জন্তুরা কোন ক্ষতি করবে না তোমার


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন