Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 90:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তুমি বন্যার মত ভাসিয়ে নিয়ে যাও আমাদের, স্বপ্নের মতই ক্ষণস্থায়ী আমাদের জীবন। এ জীবন যেন প্রভাতের নবীন তৃণ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তুমি তাদেরকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ, তারা স্বপ্নের মত; খুব ভোরে তারা ঘাসের মত বেড়ে উঠে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তুমি মানুষকে মৃত্যুর ঘুমে নিশ্চিহ্ন করো— তারা সকালের নতুন ঘাসের মতো:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তুমি তাহাদিগকে যেন বন্যায় ভাসাইয়া লইয়া যাইতেছ, তাহারা স্বপ্নবৎ; প্রাতঃকালে তাহারা তৃণের ন্যায়, যাহা বাড়িয়া উঠে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 আপনি আমাদের ঝেঁটিয়ে বিদায় করে দেন, আমাদের জীবন একটা স্বপ্নের মত, সকাল হলেই আমরা চলে যাই। আমরা ঘাসের মত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তুমি তাদেরকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ, তারা স্বপ্নের মত; ভোরবেলায় তারা ঘাসের মতন, যা বেড়ে ওঠে।

অধ্যায় দেখুন কপি




গীত 90:5
16 ক্রস রেফারেন্স  

উচ্চরবে ধ্বনিত হচ্ছে একটি কন্ঠস্বর, বলছে: ঘোষণা কর একটি বারতা! কি বারতা ঘোষণা করব?—প্রশ্ন করলাম আমি। বল: মানব তৃণমাত্র, ক্ষণস্থায়ী তার সমস্ত শোভা বনফুলের মত।


কারণ, “জীবমাত্রই তৃণ সদৃশ, তৃণফুলের মতই তার যত শোভা, অচিরে তৃণ শুকায়,ঝরে যায় তার ফুল,


ওরা স্বপ্নের মতই অলীক, জেগে ওঠার পর লোকে ওদের অপচ্ছায়ার মতই তুচ্ছ করে।


তারা তাদের আয়ুষ্কাল পূর্ণ হওয়ার আগেই উচ্ছিন্ন হয়েছে, তাদের ভিত্তিমূল বন্যায় ভেসে গেছে।


সে স্বপ্নের মত মিলিয়ে যাবে, রাতের ছায়াদর্শনের মত সে হবে অবলুপ্ত, আর খুঁজে পাওয়া যাবে না তাকে।


দ্রুতগামী নৌকার মত দিনগুলি আমার ভেসে যায়, ঈগল পাখী যে গতিতে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে সেই গতিতে চলে যায় দিনগুলি।


সকালে যে মানুষ বেঁচে থাকে সন্ধ্যার আগেই মৃত্যু হতে পারে তার, সবার অলক্ষ্যে সে সুপ্ত হয় চিরতরে।


আমি ভেবেছিলাম, জীবন আমার বুঝি সাঙ্গ হয়ে গেল যেন শিবির তুলে নেওয়া হল, তাঁত থেকে কাপড় নেওয়া হল কেটে। ভেবেছিলাম, ঈশ্বর বুঝি টেনে দিলেন পূর্ণচ্ছেদ জীবনে আমার।


কেঁদেছি আমি সারাটি রজনী দুঃসহ যাতনায় যেন একটি সিংহ চূর্ণ-বিচূর্ণ করছে অস্থি আমার। ভেবেছিলাম, ঈশ্বর বুঝি টেনে দিলেন পূর্ণচ্ছেদ জীবনে আমার।


প্রভু পরমেশ্বর যখন করেন প্রেরণ তপ্ত বাতাস, বয়ে যায় সে বাতাস তাদের উপর শুকিয়ে যায় তৃণ, ঝরে যায় ফুল। মানুষও এমনি তৃণসম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন