Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 90:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে প্রভু পরমেশ্বর, বংশানুক্রমে তুমিই আমাদের আশ্রয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 হে মালিক, তুমিই আমাদের বাসস্থান হয়ে আসছ, পুরুষানুক্রমে হয়ে আসছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 হে সদাপ্রভু, বংশপরম্পরায় তুমি আমার বাসস্থান হয়ে এসেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হে প্রভু, তুমিই আমাদের বাসস্থান হইয়া আসিতেছ, পুরুষে পুরুষে হইয়া আসিতেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হে প্রভু, আমাদের সমস্ত প্রজন্মের জন্য আপনি আমাদের গৃহ ছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 হে প্রভু, তুমিই আমাদের বাসস্থান হয়ে এসেছ, পুরুষে পুরুষে হয়ে আসছ।

অধ্যায় দেখুন কপি




গীত 90:1
15 ক্রস রেফারেন্স  

সনাতন ঈশ্বরই তোমার আশ্রয়, নিম্নে চিরস্থায়ী তাঁর বাহুযুগল তিনি তোমার সম্মুখ থেকে শত্রুদের করলেন বিতাড়িত, বললেন, ‘সংহার কর ওদের।’—


তুমি হও আমার শৈলস্বরূপ যেখানে সতত আমি নিতে পারি আশ্রয়, পেতে পারি তোমারই নির্দেশিত পরিত্রাণ, হে প্রভু, তুমিই আমার আশ্রয় শৈল, তুমিই দুর্গ আমার।


আমাদের প্রতি ঈশ্বরের যে ভালবাসা, তার স্বরূপ আমরা জেনেছি ও বিশ্বাস করেছি। ঈশ্বর প্রেমস্বরূপ, প্রেমে যে অবস্থিত সে ঈশ্বরে আশ্রিত এবং ঈশ্বর তার অন্তরে অধিষ্ঠিত।


গীতিকার: পরাৎপরের আশ্রয়ে যে বাস করে, সর্বশক্তিমানের ছায়ায় যার নিত্য বসতি,


এখন আমি যা বলছি, সেই কথা তোমার নির্বাসিত ভাইদের গিয়ে বল, আমি স্বয়ং তাদের বহু দূর দেশে বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছি। কিন্তু তাতে কি? নির্বাসনকালে আমি স্বয়ং তাদের সাথে থাকব


যে আমার দেহ ভোজন করে এবং পান করে আমার রক্ত সে নিরবচ্ছিন্নভাবে আমারই সত্তায় লীন হয়ে থাকে এবং আমি তার মধ্যে বিরাজিত থাকি।


হে প্রভু পরমেশ্বর তুমিই আমার আশ্রয়। যেহেতু তুমি পরাৎপরের নিয়েছ শরণ,


হে প্রভু পরমেশ্বর, আমি চিরকাল গাইব তোমার অবিচল প্রেমের মহিমা, আমি যুগে যুগে ঘোষণা করব ন্যায় ও সত্যের কথা।


আমি মহাপবিত্র! আমি এমন এক পাথরের মত, যাতে লোকে হোঁচট্‌ খাবে পড়ে যাবে। আমি হয়েছি ফাঁদের মত, যে ফাঁদে যিহুদীয়া, ইসরায়েল ও জেরুশালেমের মানুষ ধরা পড়বে।


কিন্তু তুমি ঈশ্বরের সেবক, তুমি এসব বিষয় এড়িয়ে চল। তোমার জীবনের লক্ষ্য হোক ঈশ্বরের প্রতি বাধ্যতা, ধর্মশীলতা, বিশ্বাস, ভালবাসা, সহিষ্ণুতা এবং নম্রতা।


পরমেশ্বরের নির্দেশে যিহুদীয়ার একজন ঈশ্বরভক্ত নবী বেথেলে গেলেন। তিনি যখন সেখানে পৌঁছালেন যারবিয়াম তখন বেদীর সামনে দাঁড়িয়ে বলি উৎসর্গ করছিলেন।


মৃত্যুর পূর্বে ঈশ্বরভক্ত মোশি ইসরায়েলীদের উদ্দেশে এই আশীর্বাণী উচ্চারণ করলেনঃ


হে প্রভু, আমার আরাধ্য ঈশ্বর, পবিত্রতম, নিত্য শাশ্বত তুমি। হে প্রভু পরমেশ্বর, আমাদের রক্ষক, আমাদের দণ্ডদানের জন্যই তুমি এদের মনোনীত করেছ, দিয়েছ প্রচুর ক্ষমতা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন