Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 9:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 আমার শত্রুরা পলায়মান, ধরাশায়ী, বিধ্বস্ত তোমার আবির্ভাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 যখন আমার দুশমনেরা ফিরে যায়, তখন তোমার সাক্ষাতে উচোট খায় ও বিনষ্ট হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 আমার শত্রুরা পরাজয়ে ফিরে যায়; তোমার সামনে তারা হোঁচট খায় ও বিনষ্ট হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 যখন আমার শত্রুগণ ফিরিয়া যায়, তখন তোমার সাক্ষাতে পতিত ও বিনষ্ট হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 আপনার কাছ থেকে আমার শত্রুরা দূরে পালিয়ে গেছে। কিন্তু তাদের পতন হবে ও তারা বিনষ্ট হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 যখন আমার শত্রুরা ফেরে, তারা তোমার সামনে বাধা পাবে ও বিনষ্ট হবে।

অধ্যায় দেখুন কপি




গীত 9:3
9 ক্রস রেফারেন্স  

শত্রুরা আগুন লাগিয়েছে সেই দ্রাক্ষাকুঞ্জে, ধ্বংস করেছে তাকে নির্মমভাবে। তোমার রোষাগ্নি নেমে আসুক ওদের উপর ধ্বংস হয়ে যাক ওরা।


এর পরে আমি বিরাট এক শ্বেত সিংহাসনে সমাসীন একজন পুরুষকে দেখলাম। তাঁর সম্মুখ থেকেপৃথিবী ও আকাশমণ্ডল অন্তর্হিত হল। তাদের জন্য কোন স্থান হইল না।


সেই দণ্ড হবে অনন্ত বিনাশ। প্রভুর সম্মুখ থেকে বিতাড়িত হবে তারা। তাঁর পরাক্রান্ত মহিমা থেকে হবে বঞ্চিত।


কী ভয়ঙ্কর! হে ঈশ্বর, মহাভয়ঙ্কর তুমি! তোমার ক্রোধের উদ্রেক হলে কে দাঁড়াতে পারে তোমার সম্মুখে?


একদিন অকস্মাৎ তোমার রুদ্র আবির্ভাবে মহাপ্রলয়ে কেঁপে উঠেছিল পর্বতমূল, সেদিন আমরা প্রত্যাশা করি নি তোমাকে।


হে প্রভু পরমেশ্বর তুমিই আমার আশ্রয়। যেহেতু তুমি পরাৎপরের নিয়েছ শরণ,


প্রতি প্রভাতে তোমার অবিচল প্রেমের কথা, ও নিশীথে তোমার সত্যময়তার কথা ঘোষণা করা ভাল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন