Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 9:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তোমাতেই আমার পরম আনন্দ তোমাতেই উল্লাস আমার। হে পরাৎপর, আমি গাইব তোমার জয়গান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আমি তোমাতে আনন্দ ও উল্লাস করবো; হে সর্বশক্তিমান, আমি তোমার নামের প্রশংসা গাইব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 আমি আনন্দ করব ও তোমাতে উল্লাস করব; হে পরাৎপর, আমি তোমার নামের প্রশংসাগান করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব; পরাৎপর, আমি তোমার নামের প্রশংসা গাহিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 আপনি আমাকে অত্যন্ত সুখী করেছেন। হে পরাৎ‌‌পর ঈশ্বর, আমি আপনার নামের প্রশংসা করি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আমি সর্বশক্তিমান ঈশ্বরের মধ্যে খুশি এবং আনন্দিত হব; আমি ঈশ্বরের নামের উদ্দেশ্যে প্রশংসাগান করব, হে মহান ঈশ্বর!

অধ্যায় দেখুন কপি




গীত 9:2
18 ক্রস রেফারেন্স  

জানুক বিশ্বচরাচর, তুমিই সেই প্রভু পরমেশ্বর, একমাত্র তুমিই পরাৎপর এ বিশ্বসংসারে।


কিন্তু তোমার শরণাগত যারা উল্লাস করুক তারা সকলে, সদা মুখরিত হোক আনন্দগানে। যারা ভালবাসে তোমায় আশ্রয় দাও তাদের তোমার পক্ষছায়ায়।


প্রভু ন্যায়পরায়ণ, আমি গাইব তাঁর বন্দনা গান, সুখী হব আমি পরাৎপর ঈশ্বরের স্তুতি গানে।


কেননা হে প্রভু পরমেশ্বর এ পৃথিবীতে তুমিই সবার উপরে তুমিই মহীয়ান সকল দেবতার চেয়ে।


স্বয়ং প্রভুই আমার শক্তি, আমার রক্ষাকবচ, আমার পরম সহায় তিনি। তাঁর সহায়তা আমি সতত পাই, আনন্দে মগ্ন আমার হৃদয়, তাই গানে গানে আমি তাঁকে করি নিবেদন তাঁরই বন্দনা গান।


তোমরা সর্বদা প্রভুর সান্নিধ্য লাভে আনন্দ কর, আবার বলব, আনন্দ কর।


হে ধার্মিকবৃন্দ, প্রভুতে আনন্দ কর, প্রশস্তি কর তাঁর পবিত্র নামের।


হে প্রভু পরমেশ্বর, তোমার কাছে কৃতজ্ঞতা নিবেদন করা ভাল, তুমি হে পরাৎপর, তোমারই স্তবগান করা শ্রেয়।


প্রভু পরমেশ্বর আপনার পিতা নেবুকাডনেজারকে একজন মহান রাজারূপে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁকে দিয়েছিলেন মানসম্ভ্রম, গৌরব ও মাহাত্ম্য।


তোমার মহান কর্ম হে প্রভু পরমেশ্বর আনন্দে পূর্ণ করে আমার হৃদয়, কী মহান কীর্তি তোমার আমি গাইব তোমার জয়গান।


আমি তখন তোমার বেদীর কাছে যাব হে ঈশ্বর, আমার পরমানন্দের আধার তুমি, তোমারই কাছে যাব আমি। হে ঈশ্বর, আমার আরাধ্য ঈশ্বর, বীণাযন্ত্রে আমি গাইব তোমার বন্দনাগান।


শত্রু যারা রয়েছে ঘিরে আমার চতুর্দিকে, তাদের মাঝে করবেন আমায় উন্নতশির। প্রভুর শিবিরে আমি জয়ধ্বনি দিয়ে বলির নৈবেদ্য করব নিবেদন, করব আমি বন্দনাগান তাঁরই উদ্দেশে।


আমি গাইব তোমার স্তুতিগান, বর্ণনা করব তোমার আশ্চর্য কীর্তিকাহিনী।


হে আমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, আমার অন্তরের অন্তঃস্থলে উচ্চারিত হবে তোমার স্তব, চিরকাল আমি করব তোমার মহিমা কীর্তন।


প্রচার কর জাতিবৃন্দের কাছে তাঁর মহিমা, প্রচার কর মানব সমাজে তাঁর মহান কীর্তির কথা।


সারা অন্তর দিয়ে আমি করব তোমার স্তব, দেবগণের সাক্ষাতে আমি গাইব তোমার স্তুতিগান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন