Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 9:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 হে প্রভু পরমেশ্বর, দেখাও তোমার পরাক্রম, বিচার কর জাতিবৃন্দের, খর্ব কর তাদের ঔদ্ধত্য।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 হে মাবুদ, উঠ; মানুষ প্রবল না হোক, তোমার সাক্ষাতে জাতিরা বিচার যেন পায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 জাগ্রত হও, হে সদাপ্রভু, মর্ত্য যেন বিজয়ী না হয়; তোমার সামনে সমস্ত জাতিদের বিচার হোক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 হে সদাপ্রভু, উঠ; মর্ত্ত্য প্রবল না হউক, তোমার সাক্ষাতে জাতিগণ বিচারিত হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 হে প্রভু, উঠুন এবং জাতিগণের বিচার করুন। মানুষকে একথা ভাবতে দেবেন না যে তারা শক্তিশালী।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 ওঠ, সদাপ্রভুু, মানুষকে আমাদের জয় করতে দিও না, যেন সমস্ত জাতি তোমার চোখে বিচারিত হয়।

অধ্যায় দেখুন কপি




গীত 9:19
23 ক্রস রেফারেন্স  

এস প্রভু পরমেশ্বর, উদ্ধার কর আমায়। দণ্ড দাও আমার শত্রুদের, কর তাদের শক্তিহীন।


জাগ্রত হও, সহায় হও আমাদের! উদ্ধার কর আমাদের, তোমার অবিচল প্রেমের গুণে।


হে প্রভু পরমেশ্বর, জাগ্রত হও! কেন তুমি আজ নিদ্রামগ্ন? জাগো, আমাদের করো না পরিত্যাগ চিরতরে।


হে প্রভু পরমেশ্বর, জাগো, সক্রিয় হয়ে ওঠ, দণ্ডদান কর দুরাত্মাকে, ভুলে যেও না দীনজনে।


জাগ্রত হও হে প্রভু পরমেশ্বর, রোষে উন্মত্ত আমার শত্রুদের বিরুদ্ধে কর উত্থান ক্রোধভরে। হে আমার আরাধ্য ঈশ্বর, জাগো, প্রতিষ্ঠিত কর তোমার প্রতিশ্রুত ন্যায় বিচার।


দেখ, সেইদিন আসছে যে দিন আমি সর্বজাতিকে আমার সামনে উপস্থিত করব, তাদের বিরুদ্ধে উচ্চারিত হবে আমার অভিযোগ। তাদের উপরে বর্ষিত হবে আমার রোষানল, আমার কোপের আগুনে দগ্ধ হবে সমস্ত পৃথিবী–এই সিদ্ধান্তে আমি অটল।


জাগ্রত হও হে প্রভু পরমেশ্বর সাহায্য কর আমাদের! প্রয়োগ কর তোমার মহাশক্তি রক্ষা কর আমাদের সেই পুরাকালের মত। সমুদ্র দানব রহব্‌কে তুমিই করেছিলে খণ্ড-বিখণ্ড।


যেন ভিন্ন জাতির বিরুদ্ধে নিতে পারে অন্যায়ের যোগ্য প্রতিশোধ। লোকদের দিতে পারে সমুচিত দণ্ড,


যারা তোমায় জানে না যারা আরাধনা করে না তোমার, তাদের উপরই বর্ষণ কর তোমার রোষাগ্নি।


তাঁর মুখ থেকে নির্গত এক তীক্ষ্ণধার তরবারি সর্বজাতিকে আঘাত করে। তিনি লৌহদণ্ডে তাদের শাসন করবেন। সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড রোষের দ্রাক্ষাকুণ্ড তিনি দলন করবেন।


মিশরের কোন গোষ্ঠী যদি সেখানে উপস্থিত না হয়, তাহলে কুটিরোৎসব পালন করতে না আসা জাতির মতই তিনি তাদের সেই একই দণ্ড দেবেন।


আমি অবাধ্য জাতিবৃন্দের উপরে প্রচণ্ড ক্রোধে প্রতিশোধ গ্রহণ করব।


রণসাজে সজ্জিত হয়ে জাতিবৃন্দ উপস্থিত হোক বিচার ভূমিতে সেখানেই আমি সকলের বিচার নিষ্পন্ন করব।


যে জাতি তোমার আরাধনা করে না, প্রত্যাখ্যান যারা করেছে তোমায়, তোমার রুদ্ররোষ পড়ুক তাদের উপর, তারা সম্পূর্ণভাবে বিধ্বস্ত করেছে আমাদের পরিণত করেছে আমাদের দেশ ধ্বংসস্তূপে।


ইফ্রয়িম, বিন্যামীন ও মনঃশিকুলের সম্মুখে হে প্রভু পরমেশ্বর, জাগ্রত হও মহাপরাক্রমে, উদ্ধার কর আমাদের।


আসা তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করে বললেনঃ হে প্রভু পরমেশ্বর, একজন শক্তিমান ব্যক্তিকে তুমি যেমন অতি সহজেই সাহায্য করতে পার, তেমনি এক শক্তিহীন সৈন্যবাহিনীকেও অতি সহজে সাহায্য করতে পার।তুমি এবার আমাদের সাহায্য কর হে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর! তোমারই উপর আমাদের সকল আস্থা ও ভরসা। তাই বিশাল সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধে মোকাবিলা করার জন্য তোমারই নামকে সম্বল করে আমরা এখানে সমবেত হয়েছি। হে প্রভু পরমেশ্বর, তুমিই আমাদের আরাধ্য ঈশ্বর। তোমাকে পরাজিত করার কথা কেউ ভাবতেও পারে না।


তিনি পদস্খলন থেকে রক্ষা করেন তাঁর ভক্তদের কিন্তু দুর্জনেরা বিলুপ্ত হবে ঘোর অন্ধকারে, কারণ নিজ বলে সিদ্ধিলাভ হয় না কারও।


তোমার নাম হবে ইসরায়েল (ঈশ্বরের সঙ্গে যে যুদ্ধ করে)। কারণ তুমি ঈশ্বর ও মানুষের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছ। যাকোব তখন তাঁকে বললেন, দয়া করে আপনার নাম বলুন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন