Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 89:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তোমার করুণা অনন্তকাল স্থায়ী চিরস্থায়ী আকাশের মত বিশ্বস্ততা তোমার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আমি ঘোষণা করি, তোমার অটল মহব্বত চিরতরে সংস্থাপিত হবে, তোমার বিশ্বস্ততাকে বেহেশতেই তুমি সংস্থাপন করেছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 আমি ঘোষণা করব যে তোমার প্রেম চিরকাল সুদৃঢ়, তোমার বিশ্বস্ততা তুমি স্বর্গে প্রতিষ্ঠা করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 কারণ আমি বলিয়াছি, দয়া চিরতরে সংগ্রথিত হইবে, তুমি আপন বিশ্বস্ততাকে স্বর্গেই সংস্থাপন করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 প্রভু, আমি সত্যিই বিশ্বাস করি যে আপনার ভালোবাসা চিরন্তন! আপনার বিশ্বস্ততা আকাশের মত থেকে যায়!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 কারণ আমি বলেছি, “নিয়মের বিশ্বস্ততা চিরদিনের র জন্য স্থাপিত হয়েছে, তুমি তোমার বিশ্বস্ততাকে স্বর্গে স্থাপন করেছ।”

অধ্যায় দেখুন কপি




গীত 89:2
16 ক্রস রেফারেন্স  

কিন্তু হে প্রভু পরমেশ্বর, অবিচল তোমার প্রেম পরিব্যাপ্ত নভোমণ্ডলে, গগনস্পর্শী তোমার সত্যময়তা।


যারা তাঁকে সম্ভ্রম করে, যুগ পর্যায়ে যুগে যুগে তাদেরই উপর বর্ষিত হয় তাঁর করুণা।


কিন্তু যারা প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর অবিচল প্রেম অনাদি অনন্তকাল স্থায়ী।


সুতরাং এই দুটি বিষয় অপরিবর্তনীয় এবং এই বিষয়ে মিথ্যাচরণ করা ঈশ্বরের পক্ষে অসম্ভব। এরই দ্বারা আমরা তাঁর শরণাগত, আমরা সুদৃঢ় আশ্বাস লাভ করে আগামী প্রত্যাশা সম্পর্কে সুনিশ্চিত হই।


চন্দ্রের মত এই সিংহাসন হবেচিরতরে প্রতিষ্ঠিত, আর আকাশের বুকে প্রতিষ্ঠিত এই সাক্ষীহবে বিশ্বাসযোগ্য। সেলা


হে প্রভু পরমেশ্বর, আকাশমণ্ডল তোমার অলৌকিক কীর্তির প্রশস্তি করুক, পুণ্যাত্মাদের সমাবেশ মুখরিত হোক তোমার বিশ্বস্ততার প্রশংসাগানে।


তথাপি তোমার করুণা অপার তুমি তাদের করনি পরিত্যাগ, ধ্বংস করনি তাদের। অনন্ত করুণাময় তুমি, দয়াময় ঈশ্বর।


তিনিই নির্মাণ করেছেন আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও তার গর্ভস্থ সব কিছু তাঁরই সৃষ্টি, চিরকাল তিনি করেন সত্য পালন।


হে প্রভু পরমেশ্বর, শাশ্বত তোমার বাক্য চিরতরে স্বর্গে প্রতিষ্ঠিত।


হরিণী যেমন স্রোতস্বিনীর আকাঙ্ক্ষায় আকুল হে প্রভু পরমেশ্বর, আমার প্রাণও তেমনি ব্যাকুল তোমারই প্রতীক্ষায়।


তোমার বাধ্য হতে চাইল না তারা, ভুলে গেল তারা যা কিছু করেছিলে তুমি তাদের জন্য, ভুলে গেল তোমার অলৌকিক আশ্চর্য যত কাজ। অহঙ্কারে মত্ত হয়ে মনোনীত করল এক নেতা, যে তাদের ফিরিয়ে নিয়ে যাবে মিশরে ক্রীতদাসের শৃঙ্খল পরাতে আবার। কিন্তু তুমি সেই ক্ষমাবান ঈশ্বর, প্রেমময় তুমি, ক্রোধে ধীরগতি দয়াতে মহান, তুমি তাদের করনি পরিত্যাগ।


আমি বললাম, হে স্বর্গের প্রভু পরমেশ্বর, তুমি মহান! আমরা সসম্ভ্রমে তোমার সামনে এসে দাঁড়াই। যারা তোমাকে ভালবাসে এবং তোমার আদেশ পালন করে তুমি তাদের সঙ্গে তোমার শর্ত রক্ষা কর, তাদের প্রতি কৃপা পরবশ হও।


ঈশ্বর মানুষ নন যে মিথ্যা বলবেন, মর্ত্য মানব নন যে তিনি তাঁর সিদ্ধান্তে হবেন অস্থিরচিত্ত তিনি যা বলেছেন তা কি করবেন না? যে প্রতিশ্রুত দিয়েছেন তা কি পূর্ণ হবে না?


আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনও লোপ পাবে না।


হে প্রভু পরমেশ্বর, তোমার কৃপা থেকে আমায় করো না বঞ্চিত। তোমার অবিচল প্রেম ও ধর্মশীলতা, সতত রক্ষা করুক আমায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন