Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 88:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 আমার বন্ধুদের কাছ থেকে তুমি বিচ্ছিন্ন করেছ আমায়, করেছ ঘৃণাস্পদ তাদের কাছে, আমি অবরুদ্ধ, নেই কোন মুক্তির পথ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তুমি আমার আত্মীয়দের আমা থেকে দূরে রেখেছ, তাদের কাছে আমাকে নিতান্ত ঘৃণার পাত্র করেছ; আমি অবরুদ্ধ, বাইরে আসতে পারি না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 তুমি আমার প্রিয় বন্ধুদের আমার কাছ থেকে দূরে সরিয়েছ আর তাদের মাঝে আমাকে ঘৃণ্য করেছ। আমি অবরুদ্ধ, পালাতে পারি না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তুমি আমার আত্মীয়দিগকে আমা হইতে দূরে রাখিয়াছ, তাহাদের কাছে আমাকে নিতান্ত ঘৃণার্হ করিয়াছ; আমি অবরুদ্ধ, বাহিরে আসিতে পারি না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 আপনি আমার বন্ধুদের আমায় ছেড়ে যেতে বাধ্য করেছেন। অচ্ছুত লোকের মত ওরা সবাই আমাকে এড়িয়ে যায়। আমি গৃহবন্দী হয়ে আছি, আমি বাইরে যেতে পারি না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তোমার জন্যই আমার আত্মীয়েরা আমাকে অবহেলা করে, তাদের দৃষ্টিতে আমাকে আশ্চর্য্যের বিষয় করেছ; আমি অবরুদ্ধ, আমি মুক্ত হতে পারি না।

অধ্যায় দেখুন কপি




গীত 88:8
18 ক্রস রেফারেন্স  

শত্রুর উপহাসের পাত্র আমি, প্রতিবেশীর কাছে বিভীষিকা, পরিচিতজনের সন্ত্রাস আমি, সকলে পালায় ত্রাসে আমায় দেখে।


এক মাসের মধ্যে আমি তাদের তিনজন পালককে উচ্ছিন্ন করলাম, কারণ তাদের আমি আর সহ্য করতে পারছিলাম না, আর তারাও আমার প্রতি বিরূপ হয়ে উঠেছিল।


ব্যাবিলন রাজের সৈন্যবাহিনী সেই সময় জেরুশালেম আক্রমণ করেছিল এবং আমি রাজপ্রাসাদের রক্ষীদের প্রাঙ্গণে বন্দী ছিলাম।


জাতিবৃন্দের ঘৃণার পাত্র, শাসকবর্গের ভৃত্য ও মানুষের অবজ্ঞার পাত্র সেই ব্যক্তিকে ইসরায়েলের মুক্তিদাতা পবিত্রতম ঈশ্বর বলেন, নৃপতিবৃন্দ তোমাকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়াবে, রাজপুরুষেরা প্রণিপাত করবে তোমায় সসম্মানে। পবিত্রতম প্রভু পরমেশ্বর মনোনীত করেছেন তাঁর দাসকে তিনি রক্ষা করেন তাঁর প্রতিশ্রুতি।


তখন পুরোহিতদের নেতৃবৃন্দ ও ফরিশীরা এই মর্মে আদেশ জারি করলেন যে, যীশু কোথায় আছেন তা যদি কারও জানা থাকে তাহলে সে যেন তাঁদের সংবাদ দেয়। তাঁরা তাঁকে গ্রেপ্তার করবেন।


প্রভু পরমেশ্বর উত্তর দিলেন, “জাতিবৃন্দকে আমি দলন করেছি দ্রাক্ষার মত। কেউ আমায় সাহায্য করতে আসে নি। বিষম ক্রোধে আমি একাকীই দলন করেছি তাদের, তাদেরই রক্তে রাঙা হয়ে গেছে আমার অঙ্গের বসন।


সে জন্যই অবসন্ন আমার আত্মা, চিত্ত আমার বিহ্বল গভীর হতাশায়।


যখন আমি চেয়ে দেখি আমার চারিধারে, দেখি কেউ নেই পাশে আমার যে সাহায্য করে আমায়। আমার নেই কােন আশ্রয় আমায় মমতা করে এমন কেউ নেই আমার।


আমার ঘনিষ্ঠ বন্ধুদেরও তুমি সরিয়ে নিয়েছ দূরে, অন্ধকারই আজ আমার একমাত্র সাথী।


তারা আমাকে অবজ্ঞা করে, আমার কাছ থেকে দূরে সরে থাকে, তারা আমাকে দেখে থুতু ছিটাতেও দ্বিধা করে না।


ঈশ্বর প্রাচীর তুলে আমার পথ বন্ধ করেছেন, যাতে আমি সে পথ দিয়ে যেতে না পারি। তিনি অন্ধকারে আচ্ছন্ন করেছেন আমার পথ।


ঈশ্বর যদি ভাঙ্গেন, তাহলে কেউ তা পুর্নগঠন করতে পারে না। তিনি যদি কাউকে অবরুদ্ধ করেন, কেউ তাকে মুক্ত করতে পারে না।


দিবসে প্রভু দান করুন তাঁর করুণা, রাত্রে তাঁর স্তোত্র হোক আমার সাথী, আমার জীবনেশ্বরের কাছে এই বিনতি আমার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন