Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 88:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 রসাতলের যাত্রী যারা, তাদেরই মধ্যে পরিগণিত হয়েছি আমি। আজ আমি শক্তিহীন অসহায় মানুষের মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 যারা কবরে নেমে যায় আমি তাদের সঙ্গে গণিত, আমি শক্তিহীন মানুষের সমান হয়েছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 যারা মৃত্যুর গর্তে নেমে যায় আমি তাদের মধ্যে একজন; আমি শক্তিহীনের মতো হয়েছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আমি গর্ত্তগামীদের সহিত গণিত, আমি নিঃশক্তি মনুষ্যের সমান হইয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 ইতিমধ্যেই লোকরা আমার সঙ্গে সেই রকম আচরণ শুরু করেছে, যা একজন মৃতের প্রতি করা হয়, অথবা একজন লোক যে বেঁচে থাকার পক্ষে খুব দুর্বল তার সঙ্গে যেমন ব্যবহার করা হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 লোকেরা আমার সঙ্গে সেই রকম ব্যবহার করে যেমন গর্তগামীদের সঙ্গে করে, আমি অসহায় লোকের মত হয়েছি।

অধ্যায় দেখুন কপি




গীত 88:4
14 ক্রস রেফারেন্স  

হে প্রভু, আমার আশ্রয়গিরি আমি তোমাকেই ডাকি, বধির হয়ো না আমার ডাকে। যদি তুমি আমায় না দাও সাড়া আমার দশা হবে সেই পাতালগামীর মত।


আমরা মনে করেছিলাম, মৃত্যু অবধারিত। কিন্তু এর মধ্য দিয়এ আমরা নিজেদের উপর নয়, যিনি মৃতদের জীবন দান করেন সেই ঈশ্বরের উপরই নিভ3র করতে শিখেছি।


হে প্রভু পরমেশ্বর, উত্তর দাও আমায় করো না বিলম্ব, নিঃশেষিত উদ্যম আমার, আড়াল করো না তোমার শ্রীমুখ আমার কাছে, তাহলে আমার দশা হবে মৃতলোকবাসীদের মত।


মৃতজনের মতই আমি হয়েছি বিস্মৃত, হয়েছি ফেলে দেওয়া ভাঙ্গা মৃৎপাত্রের মত।


কারণ তিনি দুর্বলের মত ক্রুশে বিদ্ধ হলেও ঈশ্বরের পরাক্রমে জীবিত। আমরা তাঁরই দুর্বলতার অংশীদার। কিন্তু ঈশ্বরের পরাক্রমে আমরা তাঁরই সঙ্গে তোমাদের জন্য জীবনধারণ করব।


আমরা যখন অসহায় পাপী ছিলাম, তখনই খ্রীষ্ট এই অধার্মিকদের জন্য নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করেছিলেন।


আমি নেমে যাচ্ছিলাম মৃতলোকে, যেখান থেকে বেরিয়ে আসার সকল দুয়ার রুদ্ধ। কিন্তু তবুও হে প্রভু, আমার ঈশ্বর তুমিই আমাকে উদ্ধার করলে অন্ধকূপ থেকে।


একদা পুরাকালে যে সব মানুষ পৃথিবীতে বসবাস করত, তাদের সঙ্গে মিলিত হতে আমি তোমাকে পাঠাব প্রেতলোকে। সেই পাতালপুরীতে অন্তহীন ধ্বংসলীলার মাঝখানে মৃতজনের সাথে আমি তোমাকে থাকতে বাধ্য করব। এর ফলে তুমি আর কখনও স্বস্থানে জীবিতদের দেশে ফিরে আসতে পারবে না।


আমার মরণে কিম্বা পাতালগমনে তোমার কি লাভ? মৃতেরা কি তোমার স্তব করতে পারে? বলতে পারে কি, তুমি নির্ভরযোগ্য, পরম বিশ্বস্ত?


আমার জীবনের অন্তিমকাল আসন্ন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার সমাধিগহ্বর ছাড়া আমার জন্য বাকী আর কিছু নেই।


চরম ঘৃণায় আমরা তাঁকে করলাম প্রত্যাখ্যান, সহ্য করলেন তিনি দুঃসহ যন্ত্রণা। কেউ চেয়ে দেখল না তাঁর দিকে, নিতান্ত অবহেলায় আমরা করেছি তাঁকে নিদারুণ অবজ্ঞা।


খাদ্য-পানীয় রূপে আমায় দিয়েছেন তিনি সুতীব্র যন্ত্রণার হলাহল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন