Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 88:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 বিনতি আমার উপনীত হোক তোমার সাক্ষাতে, আমার আর্তনাদে কর কর্ণপাত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আমার মুনাজাত তোমার সাক্ষাতে উপস্থিত হোক; আমার কাতরোক্তিতে কান দাও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 আমার প্রার্থনা তোমার সামনে আসুক; আমার কান্নার প্রতি কর্ণপাত করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আমার প্রার্থনা তোমার সাক্ষাতে উপস্থিত হউক; আমার কাকূক্তিতে কর্ণপাত কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 আমার প্রার্থনার দিকে মনোযোগ দিন। করুণার জন্য আমার প্রার্থনা শুনুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আমার প্রার্থনা শোন; আমার কাকুক্তির প্রতি মনোযোগ দাও।

অধ্যায় দেখুন কপি




গীত 88:2
8 ক্রস রেফারেন্স  

আমার আবেদন শোন, বাঁচাও আমায়, করো না বিলম্ব। তুমি হও আমার পরম আশ্রয়, হও আমার পরিত্রাণের সুদৃঢ় দুর্গ।


সাহায্যের আশায় আমি করেছি আর্তনাদ, তিনি অগ্রাহ্য করেছেন আমায়।


বন্দীদের আর্তনাদ পৌঁছাক তোমার কাছে আপন বাহুর মহাপরাক্রমে মৃত্যুপথযাত্রীদের বাঁচাও তুমি।


কোন ব্যক্তি কারও প্রতি অন্যায় করার অভিযোগ অভিযুক্ত হলে যদি তাকে দিব্য করার জন্য এই মন্দিরের বেদীর কাছে আনা হয় তখন সে যদি বলে যে সে নির্দোষ,


তবুও তুমিই পুণ্যময় অধিষ্ঠিত তুমি তোমার সিংহাসনে, ইসরায়েল গায় তোমার বন্দনা গান।


প্রতি নিয়তই আমি তোমাকে ডাকি, হে প্রভু পরমেশ্বর, আমার প্রতি কৃপা কর।


অরুণোদয়ের আগে আমি উঠি সাহায্যের প্রতীক্ষায় কাতরে আহ্বান করি তোমায়, তোমার প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার আশায় থাকি আমি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন