Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 88:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 অন্ধকারে কি দেখা যায় তোমার অলৌকিক কীর্তি? বিস্মৃতির দেশে কি জানা যায় তোমার মহত্ত্বের কথা?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 অন্ধকারে কি তোমার অলৌকিক কাজ, বিস্মৃতির দেশে কি তোমার ধর্মশীলতা জানা যাবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 অন্ধকারের স্থানে কি তোমার আশ্চর্য কাজ অথবা বিস্মৃতির দেশে কি তোমার ধার্মিক কার্যাবলি জানা যায়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 অন্ধকারে কি তোমার আশ্চর্য্য ক্রিয়া, বিস্মৃতির দেশে কি তোমার ধর্ম্মশীলতা জানা যাইবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 যে সব আশ্চর্য কার্য আপনি করেন, অন্ধকারে থাকা মৃতরা তা দেখতে পায় না। বিস্মৃতির দেশে মৃত লোকেরা আপনার ধার্ম্মিকতার কথা বলতে পারে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 অন্ধকারে তোমার আশ্চর্য্য কাজ ও বিস্মৃতির দেশে তোমার ধার্ম্মিকতা কি জানা যাবে?

অধ্যায় দেখুন কপি




গীত 88:12
10 ক্রস রেফারেন্স  

জীবিতেরা জানে যে তাদের মরতে হবে, কিন্তু মৃতেরা জানে না কিছুই, তাদের প্রাপ্য আর কিছু নেই, বিলুপ্ত তাদের স্মৃতিও।


সমুদ্রের উত্তাল তরঙ্গের মত তারা উদ্দাম, তাদের কুকর্ম ফেনায়িত হয়ে তরঙ্গে তরঙ্গে ভেসে ওঠে। কক্ষচ্যুত ভ্রাম্যমান গ্রহের মত তারা। ঈশ্বর পাতালের অন্তহীন ঘোর অন্ধকার তাদের জন্য নির্দিষ্ট করেছেন।


কিন্তু রাজ্যের উত্তরাধিকারীরাই বাইরের অন্ধকারে নিক্ষিপ্ত হবে। সেখানে তারা অনুশোচনা ও আক্ষেপ করবে।


আমি দুষ্ট লোকদের আপন সমাধিতে সমাধিস্থ হতে দেখেছি। আরও দেখেছি তাদের দ্বারা উৎপীড়িত মানুষ তাদেরই প্রশংসায় মুখর। এ-ও এক অদ্ভুত ব্যাপার!


জ্ঞানী হোক বা মূর্খই হোক, মানুষ সবাইকে ভুলে যায়, স্মৃতি লুপ্ত হয়ে যায় সকলেরই। জ্ঞানী ও মূর্খ উভয়েরই মৃত্যু হয়।


শত্রু আমাকে তাড়না করেছে দলিত করছে পদতলে জীবন আমার, তাই বাধ্য হয়ে গুহার আঁধারে করেছি বাস সুদূর অতীতে মৃতদের মত।


পরিত্যক্ত মৃতদের মতই আমি একজন যেন কবরে শায়িত নিহত জন। যাদের তুমি আর কর না স্মরণ বিচ্ছিন্ন তারা আজ তোমার সান্নিধ্য থেকে।


মৃতজনের মতই আমি হয়েছি বিস্মৃত, হয়েছি ফেলে দেওয়া ভাঙ্গা মৃৎপাত্রের মত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন