Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 88:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 তুমি কি অলৌকিক কার্য সাধন কর মৃতদের জন্য? ছায়ামূর্তিরা কি উত্থিত হয়ে করবে তোমার স্তব? সেলা

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তুমি কি মৃতদের পক্ষে আশ্চর্য কাজ করবে? মৃতরা কি উঠে তোমার প্রশংসা গান করবে? [সেলা।]

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তুমি কি তোমার আশ্চর্য কাজ মৃতদের দেখাও? তাদের মৃত আত্মা কি জেগে ওঠে ও তোমার প্রার্থনা করে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তুমি কি মৃতগণের পক্ষে আশ্চর্য্য ক্রিয়া করিবে? প্রেতগণ কি উঠিয়া তোমার স্তবগান করিবে? সেলা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 প্রভু, আপনি কি মৃত লোকদের জন্য অলৌকিক কাজসমূহ করেন? প্রেতরা কি জেগে উঠে আপনার প্রশংসা করে? না!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তুমি কি মৃতদের জন্য আশ্চর্য্য কাজ করবে? যারা মারা গিয়েছে তারা কি উঠে তোমার প্রশংসা করবে? সেলা৷

অধ্যায় দেখুন কপি




গীত 88:10
13 ক্রস রেফারেন্স  

মৃত্যুলোকে কেউ স্মরণ করে না তোমায় পাতালে কেউ করে না তোমার স্তব!


আমাদের স্বজাতির মৃতজনেরা আবার বেঁচে উঠবে, তাদের শবদেহে আবার হবে প্রাণের সঞ্চার।! নিদ্রাগত যারা সমাধিগুহায়, জাগ্রত হবে তারা, মুখরিত হবে আনন্দ সঙ্গীতে! উজ্জ্বল শিশিরকণা যেমন সঞ্জীবিত করে ধরণীকে, সেইভাবে প্রভু পরমেশ্বর মৃতজনকে করবেন সঞ্জীবিত।


আমার মরণে কিম্বা পাতালগমনে তোমার কি লাভ? মৃতেরা কি তোমার স্তব করতে পারে? বলতে পারে কি, তুমি নির্ভরযোগ্য, পরম বিশ্বস্ত?


মরব না আমি থাকব জীবিত, ঘোষণা করব আমি প্রভুর মহানকীর্তি।


প্রভু পরমেশ্বরের স্তব করে না মৃতজনেরা, নিঃশব্দলোকে চলে গেছে যারা তারাও করে না প্রভুর স্তব।


প্রতি নিয়তই আমি তোমাকে ডাকি, হে প্রভু পরমেশ্বর, আমার প্রতি কৃপা কর।


আমি প্রসারণ করি অঞ্জলি আমার তোমার উদ্দেশে। ঊষর মরুর মত তৃষিত আমার প্রাণ তোমারই তরে। সেলা


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন