Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 86:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাশীল যারা তোমাকে ডাকে, তাদের প্রতি অবিচল তামার অনন্ত প্রেম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 কারণ, হে মালিক, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যারা তোমাকে ডাকে, তুমি সেই সবের পক্ষে অটল মহব্বতে মহান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 হে প্রভু, তুমি, ক্ষমাশীল আর মঙ্গলময়, যারা তোমাকে ডাকে তাদের সকলের প্রতি অবিচল প্রেমে পূর্ণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 কারণ, হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে, তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান্‌।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 প্রভু, আপনি মঙ্গলময় এবং করুণাময়। আপনার লোকেরা সাহায্যের জন্য আপনাকে ডাকে। প্রকৃতই আপনি ওই সব লোককে ভালোবাসেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 কারণ হে প্রভু তুমিই মঙ্গলময় ও ক্ষমাবান এবং যারা তোমাকে ডাকে, তুমি তাদের কাছে দয়াতে মহান।

অধ্যায় দেখুন কপি




গীত 86:5
32 ক্রস রেফারেন্স  

শুধু পরণের কাপড় নয়, হৃদয় চিরে দেখাও তোমার দুঃখরাশি, ফিরে এস তোমাদের প্রভু, পরমেশ্বরের কাছে। তিনি দয়াময় ও স্নেহশীল, সহজে তিনি ক্রুদ্ধ হন না, অবিচল তাঁর প্রেম, শাস্তি নয়, ক্ষমাদানে তিনি চির আগ্রহী।


মোশির সামনে দিয়ে যাবার সময় তিনি বললেন, ‘আমিই প্রভু পরমেশ্বর। আমি স্নেহশীল ও করুণাময়, সহজে আমি ক্রুদ্ধ হই না, অসীম আমার প্রেম, অবিচল আমার সত্যনিষ্ঠা।


তোমার বাধ্য হতে চাইল না তারা, ভুলে গেল তারা যা কিছু করেছিলে তুমি তাদের জন্য, ভুলে গেল তোমার অলৌকিক আশ্চর্য যত কাজ। অহঙ্কারে মত্ত হয়ে মনোনীত করল এক নেতা, যে তাদের ফিরিয়ে নিয়ে যাবে মিশরে ক্রীতদাসের শৃঙ্খল পরাতে আবার। কিন্তু তুমি সেই ক্ষমাবান ঈশ্বর, প্রেমময় তুমি, ক্রোধে ধীরগতি দয়াতে মহান, তুমি তাদের করনি পরিত্যাগ।


প্রভু পরমেশ্বর স্নেহশীল, পরম করুণাময় তিনি, ধীর সঞ্চারী তাঁর ক্রোধ, দয়াতে তিনি মহান।


তখন, যে ডাকবে প্রভুর নামে, সে-ই পাবে উদ্ধার।’


যারা তাঁকে স্মরণ করে, ডাকেন পরম নিষ্ঠাভরে প্রভু থাকে তাদের পাশে।


কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমি করুণাময়, পরম স্নেহপরায়ণ, ক্রোধে তুমি ধীর, দয়াতে মহান, সত্যে অবিচল।


প্রভু পরমেশ্বর মঙ্গলময় ও ন্যায়পরায়ণ, তাই পাপীদের তিনি পথ দেখান।


হে ইসরায়েল, প্রভু পরমেশ্বরে আস্থা রাখ, তাঁর প্রেম অবিচল, তিনি সকল মুক্তির আধার।


যীশু তাকে উত্তর দিলেন, যদি তুমি জানতে ঈশ্বরের দানের কথা এবং যদি জানতে কে তোমায় বলছেন ‘আমাকে জল দাও’, তাহলে তুমিই তাঁর কাছে জল চাইতে এবং তিনি তোমাকে জীবনবারি দান করতেন।


তোমার মত এমন ঈশ্বর আর কে আছে যিনি অপরাধ ক্ষমা করেন, যিনি উপেক্ষা করেন তাঁর প্রজাদের অবশিষ্টাংশের সকল অধর্ম, যিনি চিরকাল ক্রোধ পোষণ করেন না, বরং অবিচল প্রেমের প্রকাশেই তাঁর পরম আনন্দ?


তুমি দয়াময় ও ক্ষমাশীল। কিন্তু আমরাই তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছি।


সর্বাধিপতি প্রভু বলেন, আমি ইসরায়েলীদের আর একবার আমার কাছে সাহায্য ভিক্ষার সুযোগ দেব এবং মেষপালের মত তাদের সংখ্যা বৃদ্ধি করব।


সর্বাধিপতি প্রভু বলেন, সমস্ত পাপ থেকে শুচি করার পর আমি তোমাদের আবার তোমাদের নগর-জনপদে বসবাস করতে দেব, বিধ্বস্ত নগরীকে আবার গড়ে তুলতে দেব।


আমাকে ডাক, আমি সাড়া দেব। আমি তোমাকে বলব পরমাশ্চর্য এক নিগূঢ় রহস্যের কথা, যা তুমি জান না।


মঙ্গলময় তুমি, তুমি দয়াময়, তোমার বিধান প্রভু শিখাও আমায়।


তিনি প্রভুর কাছে অনুযোগ করে বললেন, হে প্রভু পরমেশ্বর, তুমি যে এমনটি করবে, দেশে থাকতেই কি আমি একথা বলিনি? তাই তো আমি যত তাড়াতাড়ি সম্ভব তার্শীশে পালাচ্ছিলাম। কারণ আমি জানতাম যে তুমি স্নেহময় ও ক্ষমাশীল ঈশ্বর। তুমি সহজে ক্রুদ্ধ হও না, অপার তোমার করুণা। শাস্তি দিতে উদ্যত হয়েও তুমি নিজেকে সংবরণ কর।


দুষ্টেরা পরিত্যাগ করুক তাদের জীবনযাত্রার পথ, পরিহার করুক দুর্জন মন্দ চিন্তাধারা, অনুতপ্ত হৃদয়ে ফিরে আসুক আমাদের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বরের কাছে, করুণাময় তিনি, তাঁর কাছে আছে অসীম ক্ষমা।


কিন্তু তুমি তো ক্ষমার আধার, তাই লোকে তোমায় করে সম্ভ্রম।


হে প্রভু পরমেশ্বর, তোমার কল্যাণময় অবিচল প্রেমের গুণে, উত্তর দাও আমায়, ফিরে চাও আমার দিকে, তোমার অপার করুণায়।


হে ঈশ্বর, অমূল্য তোমার অবিচল প্রেম তোমার পক্ষচ্ছায়া মানবের আশ্রয়।


কিন্তু আমাদের প্রতি পরম করুণাময় ঈশ্বরের ভালবাসা এত অসীম যে,


হে শক্তিধর মানব, আপন অপকর্মের জন্য কেন দম্ভ কর? জেন, ঈশ্বরের প্রেম চির-অবিচল।


তখন সঙ্কটের দিনে আমায় ডাকলে আমি উদ্ধার করব তোমাদের, তোমরা করবে আমার মহিমাকীর্তন।


আমাকে উদ্ধার কর পঙ্ক থেকে, ডুবে যেতে দিও না আমায়। শত্রুদের হাত থেকে, অথৈ জলের মাঝ থেকে আমি যেন পাই উদ্ধার।


তিনি তোমার সকল অধর্ম ক্ষমা করেন, নিরাময় করেন সকল রোগ ও ব্যাধি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন