Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 86:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 প্রতি নিয়তই আমি তোমাকে ডাকি, হে প্রভু পরমেশ্বর, আমার প্রতি কৃপা কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 হে মালিক, আমার প্রতি রহম কর, কেননা আমি সমস্ত দিন তোমাকে ডাকি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 হে প্রভু আমার প্রতি দয়া করো, কেননা সারাদিন আমি তোমাকে ডাকি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 হে প্রভু, আমার প্রতি কৃপা কর, কেননা আমি সমস্ত দিন তোমাকে ডাকি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 হে আমার প্রভু, আমার প্রতি সদয় হোন। সারাদিন ধরে আমি আপনার কাছে প্রার্থনা করছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 হে প্রভু আমার প্রতি কৃপা কর, কারণ আমি সমস্ত দিন তোমাকে ডাকি।

অধ্যায় দেখুন কপি




গীত 86:3
13 ক্রস রেফারেন্স  

হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, আমি তোমারই শরণাগত, কৃপা কর আমায়। তোমারই পক্ষচ্ছায়ে আমি আশ্রয় চাই, যতক্ষণ না কেটে যায় বিপদের ঝড়।


ভক্তজনের জন্য পবিত্র আত্মার সহায়তায় সর্ব অবস্থায় বিনতি ও প্রার্থনা কর। এই বিষয়ে সজাগ থাক।


দুঃখে আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ, প্রতিদিন আমি তোমাকে ডাকি, হে প্রভু পরমেশ্বর, তোমারই দিকে প্রসারিত করি হাত নিয়ত প্রার্থনায়।


তোমার সত্যে আমাকে পরিচালিত কর, দীক্ষা দাও আমায় তোমারই সত্যে, কারণ তুমিই আমার ত্রাণেশ্বর আমি নিয়ত থাকি তোমারই প্রতীক্ষায়।


তারপর থেকে চুরাশি বৎসর বয়স পর্যন্ত তিনি বৈধব্য জীবন যাপন করেছিলেন। মন্দির ছেড়ে তিনি কোথাও যেতেন না, উপবাস ও প্রার্থনা সহকারে দিনরাত্রি ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকতেন।


হে ঈশ্বর আমায় কৃপা কর, আমি আজ শত্রুর কবলে বন্দী, নিরন্তর তারা নির্যাতন করছে আমায়।


সন্ধ্যা, সকাল ও মধ্যাহ্নে আমি জানাব আমার আর্ত নিবেদন, তিনি শুনবেন আমার রব।


(গীতিকার বলেন) হে আমার ঈশ্বর, আমার রক্ষক তুমি, আমি ডাকলে তুমি সাড়া দিও। সঙ্কটে তুমি আমাকে দিয়েছ স্বস্তি, আমার প্রতি দয়া কর, নিবেদন শোন আমার।


তাহলে যারা ঈশ্বরের মনোনীত লোক, যারা দিনরাত তাঁর কাচে কাতর আবেদন জানাচ্ছে, তাদের বিষয়ে কি তিনি সুবিচার করবেন না? তিনি কি এই ব্যাপারে দেরী করবেন?


ঈর্ষার বশে আমার শত্রুরা বলে, ও কখন মরবে? কখন বিলুপ্ত হবে ওর নাম?


বিনতি আমার উপনীত হোক তোমার সাক্ষাতে, আমার আর্তনাদে কর কর্ণপাত।


তুমি কি অলৌকিক কার্য সাধন কর মৃতদের জন্য? ছায়ামূর্তিরা কি উত্থিত হয়ে করবে তোমার স্তব? সেলা


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন