Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 85:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তুমি সংবরণ করেছিলে তোমার ক্রোধ, করেছিলে প্রশমিত আপন কোপানল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তুমি তোমার সমস্ত ক্রোধ সম্বরণ করেছ, তুমি নিজের কোপের প্রচণ্ডতা থেকে ফিরিয়েছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তুমি তোমার সব ক্রোধ দূরে সরিয়ে রেখেছ এবং তোমার প্রচণ্ড রাগ থেকে ফিরেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তুমি তোমার সমস্ত ক্রোধ সম্বরণ করিয়াছ, তুমি আপন কোপের চণ্ডতা হইতে ফিরিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রভু, আর ক্রুদ্ধ হবেন না। রাগে আত্মহারা হবেন না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তুমি তোমার সমস্ত ক্রোধ ফিরিয়ে নিয়েছ, তুমি তোমার ক্রোধ থেকে ফিরে এসেছ।

অধ্যায় দেখুন কপি




গীত 85:3
17 ক্রস রেফারেন্স  

তাই তিনি তাদের সকলকে সংহার করতে মনস্থ করলেন। কিন্তু তাঁর মনোনীত সেবক মোশি এসে দাঁড়ালেন তাঁর মুখোমুখি, তাঁর বিধ্বংসী ক্রোধ নিবারণের আবেদন নিয়ে।


সেই সমস্ত নিষিদ্ধ বস্তুর কোন কিছুই তোমরা হস্তগত করবে না, তাহলেই প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধের নিবৃত্তি হবে। তিনি তোমাদের পিতৃপুরুষদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুযায়ী তোমাদের প্রতি কৃপা করবেন এবং তাঁর করুণায় তোমরা বৃদ্ধি লাভ করবে


তাহলে হয়তো ঈশ্বর তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করবেন, প্রশমিত হবে তাঁর ভয়ঙ্কর ক্রোধ, আমাদের আর বিনাশ ঘটবে না।


সেইদিন প্রজাবৃন্দ গাইবে: আমি তব স্ততিগান গাই, হে প্রভু পরমেশ্বর! আমার প্রতি তুমি ক্রুদ্ধ হলেও আজ আর সেই ক্রোধ নাই, দুর্দশা থেকে মুক্ত করে তুমি সান্ত্বনা দিয়েছ আমায়।


সেই জ্বলন্ত অঙ্গার দিয়ে আমার ওষ্ঠাধর স্পর্শ করে বললেন, এই অঙ্গার তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে। এবার ঘুচে গেল তোমার অপরাধ, ক্ষমা করা হল তোমার পাপ।


কিন্তু ঈশ্বর দয়াময়, তাই ক্ষমা করলেন তাদের সব অপরাধ ধ্বংস করলেন না তাদের। বারবার তিনি সম্বরণ করলেন তাঁর ক্রোধ, প্রজ্বলিত হতে দিলেন না তাঁর রোষানল।


পরের দিন যোহন যীশুকে তাঁর কাছে আসতে দেখে বললেন, ঐ দেখ ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপরাশি হরণ করেন।


হারোণ বললেন, তুমি আমার উপর রাগ করো না, তুমি তো জান এদের প্রবৃত্তি কত খারাপ!


হে জাতিবৃন্দ, জয়ধ্বনি কর তাঁর প্রজাদের সঙ্গে, কেননা নিজ সেবকদের রক্তপাতের প্রতিশোধ গ্রহণ করবেন তিনি, দণ্ড দেবেন তাঁর বিপক্ষদের। তাঁর প্রজাদের স্বদেশের জন্য করবেন প্রায়শ্চিত্ত সাধন।


তাহলে তুমি তাদের প্রার্থনা শুনো। স্বর্গে তোমার নিবাসে থেকে তুমি তাদের প্রার্থনা শুনো এবং কৃপা করে তাদের আবেদন মঞ্জুর করো এবং তোমার বিরুদ্ধে তোমার প্রজাদের সমস্ত পাপ ক্ষমা করো।


আমাদের ঈশ্বর বলেনঃ সান্ত্বনা দাও, সান্ত্বনা দাও আমার প্রজাবৃন্দকে!


দান কর উৎসাহ জেরুশালেমবাসীকে। বল তাদের, দীর্ঘকাল তারা সয়েছে যাতনা, এবার সকল অপরাধ তাদের হয়েছে ক্ষমা। তাদের সকল পাপের সমুচিত শাস্তিরও অধিক দিয়েছি আমি।


সেই সময়ে ইসরায়েলীদের মধ্যে পাপের লেশমাত্র খুঁজে পাওয়া যাবে না, কারণ আমি মার্জনা করেছি তাদের সকল অপরাধ, দিয়েছি তাদের প্রাণবিক্ষা। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


তোমার সমস্ত অপরাধ, ভুলভ্রান্তি আমি ক্ষমা করব, তুমি কিন্তু সেইসব অপরাধ স্মরণে রেখো। আমার বিরুদ্ধে মুখ খোলার স্পর্ধা কখনও করো না।–—সর্বাধিপতি প্রভু এ কথা বলেছেন।


আরও একবার তুমি আমাদের প্রতিকরুণা প্রদর্শন করবে, আমাদের সমস্ত পাপের রাশিপদতলে দলিত করে নিক্ষেপ করবে অতল সাগরগর্ভে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন