Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 85:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 ন্যায় পরায়ণতা তাঁর অগ্রগামী হয়ে রচনা করবে তাঁর চলার পথ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 ধার্মিকতা তাঁর আগে আগে চলবে, তাঁর পদক্ষেপের জন্য পথ প্রস্তুত করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 ন্যায়পরায়ণতা তাঁর অগ্রগামী হয় এবং তাঁর চলার পথ প্রস্তুত করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 ধার্ম্মিকতা তাঁহার অগ্রে অগ্রে চলিবে, তাঁহার পদচিহ্নকে মার্গস্বরূপ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 ধার্ম্মিকতা ঈশ্বরের আগে আগে যাবে এবং তাঁর চলার পথ প্রস্তুত করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 ধার্ম্মিকতা তার আগে যাবে এবং তাঁর পদচিহ্নকে পথ সরূপ করবে।

অধ্যায় দেখুন কপি




গীত 85:13
18 ক্রস রেফারেন্স  

ধর্মশীলতা ও ন্যায়বিচার তোমার সিংহাসনের ভিত্তি অবিচল প্রেম ও বিশ্বস্ততা প্রকাশমান তোমার সকল কর্মে।


একটি নূতন অনুশাসন আমি তোমাদের দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালবেস। আমি যেমন তোমাদের ভালবেসেছি, তেমনি তোমরাও পরস্পরকে ভালবাসবে।


যে বলে খ্রীষ্টেতে সে অবস্থান করে, তাহলে তিনি যেমন আচরণ করতেন তারও সেইরকম আচরণ করা উচিত।


খ্রীষ্ট যেমন দৈহিক দুঃখকষ্ট সহ্য করেছেন, তোমরাও তেমন মানসিক প্রস্তুতি গড়ে তোল কারণ যে ব্যক্তি দৈহিক কষ্ট সহ্য করেছে সে পাপে লিপ্ত হয় না।


এই যে আমি বেঁচে আছি, সে তো আমি নই, খ্রীষ্টই আমার মধ্যে বেঁচে আছেন। এখন দেহে আমার যে প্রাণ রয়েছে তা ঈশ্বরের পুত্রের উপর নির্ভর করেই বেঁচে আছে, যিনি আমাকে ভালবেসে আমার জন্য আত্মদান করেছেন।


আমাদের সকলের অনাবৃত মুখদর্পণে প্রভুর দীপ্তি প্রতিফলিত হচ্ছে, ফলে আমরা ক্রমশঃ মহিমামণ্ডিত হয়ে তাঁরই সাদৃশ্যে রূপান্তরিত হয়ে চলেছি। স্বয়ং প্রভু, যিনি আত্মাস্বরূপ, এই রূপান্তর তাঁরই কাজ।


তাহলে আমার প্রসন্নতা তোমাদের উপর প্রভাত সূর্যের মত আলোক বিকিরণ করবে, অবিলম্বে তোমাদের সমস্ত ব্যথার আরোগ্য হবে। তোমাদের রক্ষা করার জন্য আমি সর্বদা তোমাদের সঙ্গে থাকব, আমার উপস্থিতি চতুর্দিক থেকে তোমাদের রক্ষা করবে।


চালাও আমায় তোমার নির্দেশিত পথে সে পথেই আমার পরম আনন্দ।


তাহলে আমি যথাকালে বৃষ্টি দান করব এবং তার ফলে ভূমি শস্য উৎপাদন করবে এবং দেশের বৃক্ষরাজি ফল দান করবে।


প্রাচুর্য আর উৎকৃষ্ট খাদ্য সম্ভারে, আমি ভরিয়ে দেব পুরোহিতদের, পূর্ণ করব প্রজাবৃন্দের সকল প্রয়োজন। আমি, প্রভু পরমেশ্বর, এ কথা বললাম।


আমি তোমাদের গাছে ফল ও মাঠে ফসলের উৎপাদন বৃদ্ধি করব যাতে আর কখনও অজন্মা দেশ বলে কোন জাতি তোমাদের ব্যঙ্গ বিদ্রূপ করতে না পারে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন