Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 85:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 মর্ত্যভূমিতে সত্য হবে অঙ্কুরিত, স্বর্গ থেকে ন্যায়পরতা করবে দৃষ্টিপাত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 ভূমি থেকে সত্যের অঙ্কুর উঠে, বেহেশত থেকে ধার্মিকতা হেঁট হয়ে দৃষ্টিপাত করেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 বিশ্বস্ততা পৃথিবী থেকে উত্থাপিত হয় এবং ধার্মিকতা স্বর্গ থেকে দৃষ্টিপাত করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 ভূমি হইতে সত্যের অঙ্কুর উঠে, স্বর্গ হইতে ধার্ম্মিকতা হেঁট হইয়া দৃষ্টিপাত করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 পৃথিবীর লোকরা ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান হবে। স্বর্গ থেকে ঈশ্বর ওদের মঙ্গল করবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 ভূমি থেকে বিশ্বাসযোগ্যতার অঙ্কুর ওঠে এবং স্বর্গ থেকে বিজয় নীচু হয়ে দেখছে।

অধ্যায় দেখুন কপি




গীত 85:11
12 ক্রস রেফারেন্স  

যীশু বললেন, আমিই পথ। আমিই সত্য এবং আমিই জীবন। আমার মাধ্যমে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না।


আকাশ থেকে বর্ষণ করব আমি বিজয় তোমায় বৃষ্টিধারার মত, গ্রহণ করবে অঞ্জলিভরে এ ধরণীতল, মুকুলিত হবে ন্যায় ও মুক্তির অপার আনন্দে। আমিই প্রভু পরমেশ্বর এ সকলই আমার সৃজন।


যেন তাঁর প্রিয়তমের দ্বারা যে তিনি আমাদের বিতরণ করেছেন তার মাহাত্ম্য কীর্তিত হয়।


ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমামর্ত্যলোকে তাঁর প্রীতিভাজনমানবের মাঝে বিরাজ করুক শান্তি।


তিনি যখন কথা বলছিলেন সেই সময়ে উজ্জ্বল একখণ্ড মেঘ এসে তাঁদের ঢেকে ফেলল এবং সেই মেঘের মধ্য থেকে এই বাণী ঘোষিত হলঃ ইনিই আমার প্রিয় পুত্র, আমার পরম প্রীতিভাজন-এঁর কথা শোন।


আর স্বর্গ থেকে এই বাণী ঘোষিত হল : ‘ইনিই আমার প্রিয় পুত্র, আমার পরম প্রীতির পাত্র’।


প্রভু পরমেশ্বরের ভক্ত দাস, একটি চারার মত মূল বিস্তার করে বৃদ্ধিলাভ করুক শুষ্ক ঊষর ভূমিতে, এই হল প্রভুর অভিপ্রায়। তাই বুঝি সেই দাসের ছিল না কোন রূপ, ছিল না মহিমার প্রকাশ, সেই মুখছবি মনকে করে না আকর্ষণ।


প্রভু পরমেশ্বর, ন্যায় প্রতিষ্ঠায় আগ্রহী তাই তিনি তাঁর বিধান ও অনুশাসনকে বসিয়েছেন সর্বোচ্চ স্থানে, করেছেন মহিমান্বিত। তিনি চেয়েছেন যেন তাঁর প্রজাবৃন্দ এগুলিকে যথাযোগ্য মর্যাদা দান করে।


সেই দিন প্রভু পরমেশ্বরের রোপিত বৃক্ষশাখা নব পল্লবে সুসজ্জিত হয়ে উঠবে। ইসরায়েলের অবশিষ্ট লোকেরা দেশে উৎপন্ন শস্যসম্ভারে সমৃদ্ধ হবে। এই সমৃদ্ধি এনে দেবে তাদের গর্ব ও গৌরব।


যিনি অপাপবিদ্ধ, ঈশ্বর তাঁরই উপর আমাদের পাপের দায়ভার ন্যস্ত করলেন যেন তাঁর সঙ্গে সংযুক্ত হয়ে আমরা ঈশ্বরের মর্যাদার অংশীদার হই।


দেশ প্রজাদের জন্য উৎপাদন করুক সমৃদ্ধি, রাজ্যে প্রতিষ্ঠিত হোক ন্যায় ধর্ম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন