Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 83:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 চক্রান্ত করছে তারা তোমার প্রজাদের বিরুদ্ধে, তোমার রক্ষণাধীন লোকদের বিরুদ্ধে মিলিত হয়ে করছে গোপন ষড়যন্ত্র।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তারা তোমার লোকদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তোমার সুরক্ষিতদের বিরুদ্ধে পরসপর মন্ত্রণা করছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তারা ধূর্ততায় তোমার প্রজাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে; তারা তোমার প্রিয়জনদের বিরুদ্ধে চক্রান্ত করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তাহারা তোমার প্রজাদের বিরুদ্ধে চক্রান্ত করিতেছে, তোমার লুক্কায়িতগণের বিরুদ্ধে পরস্পর পরামর্শ আঁটিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 আপনার লোকদের বিরুদ্ধে ওরা ফন্দি আঁটছে। যে লোকদের আপনি ভালোবাসেন, আপনার শত্রুরা তাদের বিরুদ্ধে শলাপরামর্শ করছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তারা তোমার প্রজাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তোমার সুরক্ষিত লোকদের বিরুদ্ধে একসঙ্গে পরামর্শ করছে।

অধ্যায় দেখুন কপি




গীত 83:3
12 ক্রস রেফারেন্স  

দুষ্টের গোপন চক্রান্ত দুবৃত্ত জনতার সন্ত্রাস থেকে আমাকে আড়াল করে রাখ।


সঙ্কটের দিনে আপন আশ্রয়ে তিনি রাখবেন আমায় আড়াল করে, সংগোপনে রাখবেন আমায় আপন শিবিরের অভ্যন্তরে, শৈল শিখরে রাখবেন আমায়, করবেন নিরাপদ।


মানুষের চক্রান্ত থেকে তুমি স্বয়ং আড়াল করে রাখ তাদের, রক্ষা কর বাদ-বিসম্বাদ থেকে, অন্তরালে রাখ তাদের আপন আশ্রয়ে।


গীতিকার: পরাৎপরের আশ্রয়ে যে বাস করে, সর্বশক্তিমানের ছায়ায় যার নিত্য বসতি,


ওরা দলবদ্ধ হয়ে চক্রান্ত করে আমার বিরুদ্ধে, লক্ষ্য রাখে আমার গতিবিধির প্রতি, আমার প্রাণনাশের সুযোগের অপেক্ষায় থাকে।


সিংহের মত সেও আড়ালে গোপনে অপেক্ষা করে থাকে হতভাগ্য অসহায়ের উপর ঝাঁপিয়ে পড়বে বলে। কৌশলে তাকে নিজের ফাঁদে টেনে এনে তার উপর লাফিয়ে পড়ে সে।


কারণ তোমরা মৃত এবং তোমাদের জীবন খ্রীষ্টের সঙ্গে ঈশ্বরে নিহিত রয়েছে।


সেই সময়ে ইসরায়েল দেশে কোন কর্মকার ছিল না। কারণ ফিলিস্তিনীদের নিষেধাজ্ঞায় ইসরায়েলীরা নিজেদের জন্য কোন খড়্গ বা বর্শা তৈরী করতে পারত না।


তাদের সম্পর্কে আমরা যদি সতর্ক ব্যবস্থা অবলম্বন না করি তাহলে তারা আরও বেড়ে উঠবে এবং যুদ্ধের সময় শত্রুপক্ষে যোগদান করে আমাদেরই বিরুদ্ধে যুদ্ধ করবে আর এদেশ পরিত্যাগ করে চলে যাবে।


রাষ্ট্রসমূহের এ চক্রান্ত কিসের জন্য? কেনই বা জাতিবৃন্দের এই বৃথা ষড়যন্ত্র?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন