Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 83:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 লজ্জায় আচ্ছন্ন কর এদের মুখ, যেন এরা অন্বেষণ করে তোমায় হে প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 তুমি এদের মুখ লজ্জায় পরিপূর্ণ কর, যাতে হে মাবুদ, এরা তোমার নামের খোঁজ করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 হে সদাপ্রভু, তাদের মুখ লজ্জায় ঢেকে দাও, যেন তারা তোমার নাম অন্বেষণ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 তুমি ইহাদের মুখ লজ্জায় পরিপূর্ণ কর, যেন, হে সদাপ্রভু, ইহারা তোমার নামের অন্বেষণ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 ঈশ্বর, আপনি ওদের এমন শিক্ষা দিন যাতে ওরা বুঝতে পারে ওরা প্রকৃতই দুর্বল। তখন ওরা আপনার নামের উপাসনা করতে চাইবে!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 তুমি ওদের মুখ লজ্জায় পরিপূর্ণ কর, হে সদাপ্রভুু, যেন, এরা তোমার নামের খোঁজ করে।

অধ্যায় দেখুন কপি




গীত 83:16
7 ক্রস রেফারেন্স  

আমার শত্রুপক্ষ হবে পরাজিত, লজ্জায়, অপমানে মুহূর্তে বিভ্রান্ত হয়ে করবে পলায়ন।


উজ্জ্বল কিরীটে শোভিত হবে তার শির, কিন্তু তার শত্রুদের আমি করব লজ্জায় অবনত।


আমার প্রতিপক্ষ হোক কলঙ্কলিপ্ত লজ্জাই হোক ওদের উত্তরীয়।


নিপীড়িত মানুষ যদি তাঁর কাছে যায় সাহায্যের প্রত্যাশায়, কখনও তারা হবে না হতাশ, আনন্দে হবে উজ্জ্বল তাদের মুখ, কখনও তারা হবে না লজ্জিত।


যখনই আমি পাপ করব, তুমি ধিক্কার দেবে আমায়। অথচ ন্যায্যা কাজ করলেও আমি প্রশংসা পাব না।


সন্ত্রাস তাকে বন্যার মত ভাসিয়ে নিয়ে যায়, তাকে উড়িয়ে নিয়ে যায় রাতের ঘূর্ণিঝড়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন