Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 83:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 অরণ্যকে যেভাবে গ্রাস করে দাবানল, অগ্নিশিখা যেভাবে লেহন করে পর্বতকে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 যেমন দাবানল বন দগ্ধ করে, যেমন আগুনের শিখা পর্বতরাজি লেহন করে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 আগুন যেমন জঙ্গল গ্রাস করে অথবা আগুনের শিখা যা পর্বতসকল জ্বালিয়ে দেয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 যেমন দাবানল বন দগ্ধ করে, যেমন অগ্নিশিখা পর্ব্বতরাজি লেহন করে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 দাবানল যেমন করে অরণ্য ধ্বংস করে, লেলিহান আগুন যেমন করে পাহাড় পুড়িয়ে দেয় তেমন করে আপনি শত্রুদের ধ্বংস করুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 যেমন দাবানল বন পুড়িয়ে দেয়, যেমন আগুনের শিখা পাহাড়-পর্বত জ্বালিয়ে দেয়;

অধ্যায় দেখুন কপি




গীত 83:14
11 ক্রস রেফারেন্স  

এবার আমার রোষানল হয়েছে প্রজ্বলিত, পাতালের তলদেশও জ্বলে উঠবে তার দহনে, পৃথিবী ও তার সমস্ত ফসল পতিত হবে তার গ্রাসে, পর্বতশ্রেণীর মূলদেশও গ্রাস করবে সেই ভয়াবহ অগ্নি।


দেখ, আসন্ন সেই দিন জ্বলন্ত চুল্লীর মত। গর্বোদ্ধত ও দুরাচারীরা আগামী সেই দিনে জ্বালানি কাঠের মত পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঝাড়ে মূলে হবে নির্বংশ।


মানুষের পাপাচার আগুনের মত জ্বলে উঠেছে, সে আগুন শ্যাকুল ও কাঁটাবন জ্বালিয়ে দেয়, সে আগুন অরণ্যকে জ্বালিয়ে দেয়, ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে সেখান থেকে।


কাঁটা ঝোপের জঞ্জালের মত, শুকনো খড়ের মত তারা পুড়ে ছাই হয়ে যাবে।


কার সাধ্য তাঁর ক্রোধের মুখে দাঁড়ায়? কে পারে তাঁর রোষের তেজ সহ্য করতে? আগুনের মত নেমে আসে তাঁর ক্রোধ সেই তেজে শিলারাশি হয় চূর্ণ-বিচূর্ণ।


বহুদিন পূর্বে একটি স্থান প্রস্তুত করা হয়েছিল যেখানে আসিরিয়ার সম্রাটকে দগ্ধ করার জন্যে বিরাট একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হবে। সেই কুণ্ড গভীর ও বিরাট ব্যাস সম্পন্ন। তাতে অনেক উঁচু করে কাঠ সাজিয়ে স্তূপাকার করা হয়েছে। প্রভু পরমেশ্বর তাঁর শ্বাসবায়ু দিয়ে অগ্নিশিখার স্রোত পাঠিয়ে তাতে অগ্নিসংযোগ করবেন।


তারা কি বাসতাসের মুখে খড়ের মত উড়ে যায়? ঝড়ে উড়ে যায় তুষের মত?


জাতিবৃন্দ বন্যার বেগে ছুটে আসছে কিন্তু ঈশ্বর তাদের প্রতিহত করবেন, তারা পিছু হটে পালাবে, পাহাড়ী এলাকায় ধূলোর মত, ঘূর্ণিঝড়ের মুখে খড়কুটোর মত বিতাড়িত হবে তারা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন