গীত 83:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)14 অরণ্যকে যেভাবে গ্রাস করে দাবানল, অগ্নিশিখা যেভাবে লেহন করে পর্বতকে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 যেমন দাবানল বন দগ্ধ করে, যেমন আগুনের শিখা পর্বতরাজি লেহন করে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 আগুন যেমন জঙ্গল গ্রাস করে অথবা আগুনের শিখা যা পর্বতসকল জ্বালিয়ে দেয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 যেমন দাবানল বন দগ্ধ করে, যেমন অগ্নিশিখা পর্ব্বতরাজি লেহন করে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 দাবানল যেমন করে অরণ্য ধ্বংস করে, লেলিহান আগুন যেমন করে পাহাড় পুড়িয়ে দেয় তেমন করে আপনি শত্রুদের ধ্বংস করুন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 যেমন দাবানল বন পুড়িয়ে দেয়, যেমন আগুনের শিখা পাহাড়-পর্বত জ্বালিয়ে দেয়; অধ্যায় দেখুন |
বহুদিন পূর্বে একটি স্থান প্রস্তুত করা হয়েছিল যেখানে আসিরিয়ার সম্রাটকে দগ্ধ করার জন্যে বিরাট একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হবে। সেই কুণ্ড গভীর ও বিরাট ব্যাস সম্পন্ন। তাতে অনেক উঁচু করে কাঠ সাজিয়ে স্তূপাকার করা হয়েছে। প্রভু পরমেশ্বর তাঁর শ্বাসবায়ু দিয়ে অগ্নিশিখার স্রোত পাঠিয়ে তাতে অগ্নিসংযোগ করবেন।