Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 83:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 এদের প্রতিও তুমি তাই কর, এন্‌দোরে তারা বিধ্বস্ত হয়েছিল, জমির সারে পরিণত হয়েছিল তারা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তারা ঐন্‌দোরে বিনষ্ট হল, ভূমির উপরে সারস্বরূপ হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 ঐনদোরে যারা বিনষ্ট হয়েছিল আর মাটিতে পরে থাকা আবর্জনার মতো হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তাহারা ঐন্‌দোরে বিনষ্ট হইল, ভূমির উপরে সারস্বরূপ হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 ঐন্দোরে আপনি ওদের পরাজিত করেছিলেন। মাটিতেই ওদের দেহগুলো পচে গিয়েছিলো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তারা ঐনদোরে ধবংস হল, ভূমির উপরে সারের মত হল।

অধ্যায় দেখুন কপি




গীত 83:10
10 ক্রস রেফারেন্স  

সেদিন মানবকুল হবে বিপর্যস্ত। তারা অন্ধের মত বিচরণ করবে কারণ পরমেশ্বরের বিরুদ্ধে তারা পাপ করেছে। তাদের রক্ত স্রোতের মত প্রবাহিত হবে, তাদের গলিত শবে ভরে যাবে চারিদিক।


শৌল তখন তাঁর পারিষদদের বললেন, তোমরা একদল স্ত্রীলোক ওঝার খোঁজ কর, আমি তার কাছে গিয়ে এ বিষয়ে জানব। পারিষদরা তাঁকে জানাল, এন্দোরে একটি স্ত্রীলোক আছে সে ভূতের ওঝা।


ইষাখর ও আশের গোষ্ঠীর মধ্যবর্তী এলাকায় গ্রামাঞ্চলসহ বেথ-শেয়ান, যিব্‌লিয়াম, দোর-নিবাসী, এন-দোর নিবাসী, তানাকা নিবাসী ও মেগিদ্দো নিবাসীদের অঞ্চল (তৃতীয়টি দোর-এলাকায় স্থিত) মনঃশি গোষ্ঠীর অধিকারভুক্ত ছিল।


মারাত্মক রোগে তাদের মৃত্যু হবে। তাদের জন্য শোক করার অথবা তাদের কবর দেবার কেউ থাকবে না। ক্ষেতে সারের স্তূপের মত তাদের মৃতদেহ ঢিবি করা থাকবে। তারা হয় যুদ্ধে নিহত হবে কিম্বা অনাহারে মরবে। তাদের মৃতদেহ হবে পাখি ও বন্যজন্তুদের আহার।


তাদের অস্থিগুলি একত্র করে কবর দেওয়া হবে না। সেগুলি মাটিতে মেশানো সারের মত চারিদিকে ছড়িয়ে পড়ে থাকবে। যে সূর্য, চন্দ্র ও নক্ষত্র তারা ভালবাসত, সেবা করত, পূজা করত, যাদের লক্ষণ দেখে তারা চলত, সেগুলির সামনে অস্থিগুলি ছড়ানো থাকবে


আর তার দেহাবশেষ যিষ্‌রিয়েলের মাটিতে সারে পরিণত হবে, কেউ জানবে না তার পরিচয়!


বারাক সশস্ত্র আক্রমণে সিসেরাকে তার সমস্ত রথী ও সৈন্যবাহিনীসহ ছত্রভঙ্গ করে দিলেন। সিসেরা রথ ফেলে দৌড়ে পালালেন।


বারাক তাঁর রথী ও সৈন্যবাহিনীর পিছনে হারোশেৎ-হাগোয়িম পর্যন্ত ধাওয়া করলেন। সিসেরার সমস্ত সৈন্য যুদ্ধে নিহত হল। একটি লোকও বাকী রইল না।


কীশোনের স্রোতে ভেসে গেল শত্রুদল, খরস্রোতা পুণ্যতোয়া কীশোন! আমি এগিয়ে যাব বীরদর্পে।


তারা ওরেব ও সেব নামে দুইজন মিদিয়নী সামন্তকে বন্দী করে ওরেব পর্বতে ওরেবকে এবং সেবের দ্রাক্ষাকুণ্ডে সেবকে বধ করল এবং মিদিয়নীদের তাড়া করে গেল। ওরেব ও সেবের মুণ্ডু দুটি তারা জর্ডনের পূর্ব পারে গিদিয়োনের কাছে পাঠিয়ে দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন