Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 82:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 কিন্তু তা সত্ত্বেও মর্ত্যমানবের মতই তোমাদের মৃত্যু হবে, হে অভিজাতকুল! ঐ একইভাবে তোমাদেরও হবে পতন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 কিন্তু তোমরা মানুষের মত মরবে, অন্যান্য শাসনকর্তাদের মতই তোমাদের পতন হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 কিন্তু সামান্য মানুষের মতো তোমাদের মৃত্যু হবে; অন্যান্য সব শাসকের মতো তোমাদেরও পতন হবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 কিন্তু তোমরা মনুষ্যের ন্যায় মরিবে, এক জন অধ্যক্ষের ন্যায় পতিত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 যেমন ভাবে সাধারণ মানুষ অবশ্যই মরে, তোমরাও সেই ভাবেই মারা যাবে। সব নেতারা যেভাবে মারা যায়, তোমরাও সেইভাবেই মারা যাবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 কিন্তু তোমরা মানুষের মত মরবে, একজন শাসনকর্ত্তার মতই মারা যাবে।

অধ্যায় দেখুন কপি




গীত 82:7
5 ক্রস রেফারেন্স  

তাই এখন থেকে কোন বৃক্ষ সে যতই জলসিঞ্চিত হোক না কেন—আর কখনও অত উঁচু হতে পারবে না বা মেঘের সীমানা ছাড়িয়ে অত উঁচুতে মাথা তুলতেও পারবে না। মরণশীল মানুষের মতই মৃত্যু হবে তাদের অনিবার্য পরিণতি। মৃত্যুলোকে মৃতদের সাথে মিলিত হতে যাওয়াই হবে তাদের শেষ পরিণাম।


পার্থিব সম্পদ কখনও তাকে পারে না বাঁচাতে মৃত্যুর কবল থেকে, মৃত্যু হয় তার নশ্বর জীবেরই মত।


সে কবরে গেলে তার কবরে পাহারা বসানো হয়।


এদের নেতৃবৃন্দের দশা ওরেব ও জেব-এর মত কর, এদের নায়কদের কর জেবাহ ও সালমুন্নার মত।


তারা যখন তোমাকে হত্যা করতে উদ্যত হবে, তখনও কি তুমি নিজেকে দেবতা বলে দাবী করবে? যখন তুমি হত্যাকারীদের মুখোমুখি দাঁড়াবে, তখন তাদের চোখে তুমি হবে নিতান্তই একটি মানুষ, দেবতা নয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন