Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 82:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 দীনদরিদ্র ও পিতৃহীনদের সুবিচার কর নিপীড়িত ও দুঃস্থদের ন্যায্য অধিকার কর প্রতিষ্ঠা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 দীনহীন ও এতিম লোকদের বিচার কর; দুঃখী ও নিপীড়িতদের প্রতি মত ব্যবহার কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 যারা দুর্বল আর অনাথ তাদের প্রতি তুমি সুবিচার করো, যারা দরিদ্র আর পীড়িত তাদের অধিকার রক্ষা করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 দীনহীন ও পিতৃহীন লোকদের বিচার কর; দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 “দরিদ্র লোকদের এবং অনাথদের বিচার কর। ওই সব দরিদ্র লোকদের অধিকারকে রক্ষা কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 দরিদ্র ও পিতৃহীনদের বিচার কর; দুঃখী ও নিঃস্ব লোকদের প্রতি ন্যায় ব্যবহার কর।

অধ্যায় দেখুন কপি




গীত 82:3
16 ক্রস রেফারেন্স  

শুনবে তুমি অনাথ, পিতৃহীন ও উৎপীড়িতের ব্যাকুল ক্রন্দন, করবে সুবিচার, যেন মর্ত্যমানব আর না পারে চালাতে দমন পীড়ন তাদের উপর।


বিপদে আপদে অনাথ শিশু ও বিধবাদের সাহায্য করা এবং সংসারের কলুষ থেকে নিজেকে বাঁচিয়ে চলাই হচ্ছে পিতা ঈশ্বরের বিচারে এক অনাবিল পবিত্র ধর্ম।


তিনি ন্যায়বিচার করেছেন দরিদ্রের প্রতি, সব কিছুই চলেছে সুশৃঙ্খলভাবে। কিন্তু এরই মধ্যে ছিল প্রভু পরমেশ্বরকে জানার সম্যক পরিচয়।


আমি, প্রভু পরমেশ্বর, তোমাদের আদেশ করছি, তোমরা ন্যায়সঙ্গত কাজ কর। নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষকে উদ্ধার কর উৎপীড়কের হাত থেকে, ফিরিয়ে দাও তার ন্যায্য অধিকার। বিদেশী, অনাথ ও বিধবাদের উপরে অত্যাচার, উৎপীড়ন করো না এবং এই পবিত্র স্থানে কোন নিরীহ ব্যক্তির রক্তপাত ঘটিও না।


কারণ তারা পুষ্টিকর খাদ্য খায়। তারা অনাথ পিতৃমাতৃহীনদের ন্যায্য পাওনা দেয় না, ন্যায়বিচারও করে না নিপীড়িতদের প্রতি।


বিদেশী ও পিতৃহীনদের তোমরা ন্যায়বিচারে বঞ্চিত করবে না এবং বিধবাদের বস্তু বন্ধক রাখবে না।


তোমার নেতৃবৃন্দ বিদ্রোহী এবং তোমার বন্ধুরা চোর। তারা সকলে ঘুষ নেয়, উপহার ভালবাসে। তারা বিচারালয়ে অনাথ আতুরের পক্ষে দাঁড়ায় না, সুবিচারের ব্যবস্থা করে না, অসহায় বিধবার আবেদন গ্রাহ্য করে না।


অনাচার ত্যাগ কর এবং ন্যায়ের অনুশীলন করতে শেখ। দেখো, যেন ন্যায়বিচার অনুষ্ঠিত হয়, সাহায্য করো নিপীড়িতদের, অনাথ-আতুরের নিজস্ব অধিকার ফিরিয়ে দিও, রক্ষা করো বিধবাদের।


অনাথ ও বিধবাদের পক্ষ হয়ে তিনি বিচার নিষ্পত্তি করেন এবং প্রবাসীকে ভালবেসে অন্নবস্ত্র দেন।


বিচার স্থলে তোমরা দরিদ্রের প্রতিও পক্ষপাতিত্ব করবে না।


দরিদ্রের বিবাদ নিষ্পত্তির সময় তোমরা সুবিচার থেকে তাকে বঞ্চিত করবে না।


কারণ আমি আর্ত দীনদুঃখীদের, অসহায় পিতৃহীনদের উদ্ধার করতাম।


বিচারে আমার পক্ষ সমর্থিত হবে জেনে আমি যদি কোন পিতৃহীন অনাথের উপর অত্যাচার করে থাকি


তাদের পক্ষে কথা বল এবং সুবিচার কর প্রতিষ্ঠিত কর দীনদুঃখীদের অধিকার।


তোমরা ন্যায়বিচার কর, অন্যের সঙ্গে সদয় ব্যবহার কর,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন