Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 81:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সুরের লহরী তোল বীণার ঝঙ্কারে, বাঁশীর সুরে সুরে তোল মূর্ছনা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 শুরু কর কাওয়ালী, বাজাও তম্বুরা বাজাও নেবল সহকারে মনোহর বীণা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সংগীত শুরু করো, খঞ্জনিতে তালি দাও, সুমধুর বীণা আর সুরবাহার বাজাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 ধর সঙ্গীত, বাজাও ডম্ফ, বাজাও নেবল সহকারে মনোহর বীণা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 সঙ্গীত শুরু কর। খঞ্জনীগুলি বাজাও। সুশ্রাব্য বীণা এবং অন্যান্য তন্ত্রবাদ্য বাজাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 গান গাও, ডম্ফ বাজাও, নেবল সাথে মনোহর বীণা বাজাও।

অধ্যায় দেখুন কপি




গীত 81:2
11 ক্রস রেফারেন্স  

বীণা ও বাঁশীর সুরে সুরে তার যন্ত্রের ঝঙ্কারে হোক এ ঘোষণা।


তাঁরা তারণোৎসবের গান গাইলেন, তারপর অলিভ পর্বতে গেলেন।


হারোণের বোন মিরিয়াম ছিলেন সত্যদ্রষ্টা নবী। তিনি একটি মৃদঙ্গ হাতে নিলেন এবং তাঁর পিছনে অন্যান্য রমণীরা মৃদঙ্গের তালে নাচতে নাচতে বেরিয়ে এলেন,


তোমাদের মধ্যে কেউ যদি দুঃখকষ্টে থাকে, তবে সে প্রার্থনা করুক। কেউ যদি সুখে থাকে, সে স্তুতিগান করুক।


খ্রীষ্টের বাণীর অতুল ঐশ্বর্যে তোমাদের জীবন সমৃদ্ধ হোক। পূর্ণ জ্ঞানে তোমরা পরস্পরকে খ্রীষ্টকথা শিক্ষা দাও, সচেতন কর। স্তোত্র, গীত এবং বন্দনা গানে তোমরা ঈশ্বরের কাছে নিবেদন কর তোমাদের অন্তরের কৃতজ্ঞতা।


গীত , স্তোত্র ও সংকীর্তনে নিজেদের মধ্যে ভাব বিনিময় কর। মনে মনে প্রভুর উদ্দেশে গাও স্তুতিগান।


মাসেয় শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এসর—এদেরও সঙ্গে নিয়ে গেলাম। যিস্রহিয়ের পরিচালনায় গায়কেরা সঙ্গীত পরিবেশন করলেন।


হে আমার শক্তির আধার, আমি তোমার প্রশংসা কীর্তন করব, হে ঈশ্বর, তুমি আমার দুর্গস্বরূপ, তুমিই আমার প্রেমময় ঈশ্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন