Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 81:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 প্রভুর বিদ্বেষীরা সভয়ে করবে তাঁর বশ্যতা স্বীকার তাদের দাসত্বের দণ্ড হত চিরস্থায়ী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 মাবুদের বিদ্বেষীরা তাঁর কর্তৃত্ব স্বীকার করবে; কিন্তু এদের শাস্তি চিরকাল থাকবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 যারা সদাপ্রভুকে ঘৃণা করে তারা তাঁর সামনে অবনত হবে, আর তাদের শাস্তি চিরকাল স্থায়ী হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 সদাপ্রভুর বিদ্বেষিগণ তাঁহার কর্ত্তৃত্ব স্বীকার করিবে; কিন্তু ইহাদের সময় চিরকাল থাকিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 প্রভুর শত্রুরা ভয়ে কেঁপে যেতো। চিরদিনের জন্য ওরা শাস্তি পেতো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 সদাপ্রভুুর ঘৃণাকারীরা তাঁর কর্তৃত্ব স্বীকার করবে, কিন্তু এদের শাস্তির দিন চিরকাল থাকবে।

অধ্যায় দেখুন কপি




গীত 81:15
13 ক্রস রেফারেন্স  

কিন্তু যারা তাঁকে বিদ্বেষ করে, সরাসরি তাদের সংহার করে তিনি তাদের প্রতিফল দেন। যারা তাঁর বিরুদ্ধাচরণ করে তাদের দণ্ড দিতে তিনি বিলম্ব করেন না।


তারা হয়েছে কুৎসা রটনাকারী, পরনিন্দুক, ঈশ্বরবিদ্বেষী, উদ্ধত, দাম্ভিক, আত্মন্তরী,


কারণ জৈব প্রবৃত্তিতে আসক্ত মানুষ হল ঈশ্বরের শত্রু। ঈশ্বরের বিধানের অধান সে হয় না, হতে পারে না।


কিন্তু যিহুদীয়া তথা জেরুশালেমে চিরকাল মানুষ বাস করবে বংশপরম্পরায়। আমি তাদের রক্তের প্রতিশোধ গ্রহণ করব, নিষ্কৃতি দেব না অপরাধীকে, কারণ আমি তোমাদের প্রভু পরমেশ্বর, আমার বসতি সিয়োনে।


তোমার সেবকের সন্তানেরা নিরাপদে বাস করবে, তাদের বংশধরেরা তোমার পক্ষছায়ায় হবে প্রতিষ্ঠিত।


জীবনের চেয়েও শ্রেয় তোমার অবিচল প্রেম, তাই আমার ওষ্ঠাধর গাইবে তোমার জয়গান।


তুমি সেগুলির সম্মুখে প্রণিপাত করবে না কিংবা সেগুলির পূজা-অর্চনা করবে না, কারণ আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, আমি কোন প্রতিদ্বন্দ্বীকে সহ্য করি না। যারা আমাকে অবজ্ঞা করে, তাদের অপরাধের দণ্ড আমি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকি।


তোমরা যদি আমার অনুশাসন মেনে চল এবং আমার নির্দেশ পালন কর


তোমরা তোমাদের শত্রুদের বিতাড়িত করবে, তোমাদের সঙ্গে যুদ্ধে তারা নিহত হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন