Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 81:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 তাই তাদের কঠোর মনোভাবের কাছেই তাদের সমর্পণ করলাম আমি, চলতে দিলাম তাদের নিজের পথে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 তাই আমি তাদেরকে তাদের হৃদয়ের কঠিনতায় ছেড়ে দিলাম; তারা নিজেদের মন্ত্রণায় চললো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তাই আমি তাদের একগুঁয়ে হৃদয়ের হাতে তাদের ছেড়ে দিলাম যেন তারা নিজেদের মন্ত্রণায় চলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 তাই আমি তাহাদিগকে তাহাদের হৃদয়ের কঠিনতায় ছাড়িয়া দিলাম; তাহারা আপনাদের মন্ত্রণায় চলিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 তাই ওরা যা করতে চেয়েছিলো, আমি ওদের তাই করতে দিয়েছি। ইস্রায়েলীয়রা যা করতে চেয়েছিলো, তাই করেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তাই আমি তাদেরকে তাদের একগুঁয়ে পথে ছেড়ে দিলাম; তারা নিজেদের মন্ত্রণায় চলল।

অধ্যায় দেখুন কপি




গীত 81:12
20 ক্রস রেফারেন্স  

কিন্তু তারা আমার আদেশ পালন তো করলই না, সেদিকে ভ্রূক্ষেপও করল না তারা। তার বদলে পালন করল তাদের কলুষিত ও জেদী মনের নির্দেশ। ভালোর চেয়ে আরও মন্দ হল।


অশুচিতার প্রতি আসক্তির জন্য ঈশ্বর তাদের অভিলাষ অনুইসারে চলতে দিয়েছেন। পরস্পর কুৎসিৎ আচরণে লিপ্ত হয়ে তারা দেহকে কলুষিত করেছে।


প্রভু পরমেশ্বর বলেছেন, যিহুদীয়ার শাসনকর্তাদের সমূহ সর্বনাশ কারণ তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তারা আমার পরিকল্পনা অনুযায়ী চলে না, আমার ইচ্ছার বিরুদ্ধে সন্ধিচুক্তি স্বাক্ষর করে একের পর এক পাপের স্তূপ জমিয়েছে।


ফলে ঈশ্বর তাদের প্রতি বিমুখ হলেন এবং নিজেদের ইচ্ছামত নক্ষত্ররাজির পূজা করার জন্য তাদের ছেড়ে দিলেন। নবীদের গ্রন্থে এ বিষয়ে লেখা আছেঃ'হে ইসরায়েলকুল, চল্লিশ বর্ষব্যাপী প্রান্তরবাসেউৎসর্গ করেছিলে কি আমার কাছেকোন বলি কি নৈবেদ্য?


অতীতে তিনি সমস্ত জাতিকে নিজেদের ইচ্ছামত চলতে দিয়েছিলেন


তোমার সন্তানেরা হয়তো তাঁর বিরুদ্ধে পাপ করেছিল, তাই তিনি তাদের অধর্মের যোগ্য প্রতিফল দিয়েছেন।


প্রভু পরমেশ্বর তখন বললেন, আমার দেওয়া প্রাণবায়ু মানুষের মধ্যে চিরকাল থাকবে না, কারণ মানুষ মাংসপিণ্ড মাত্র। তার আয়ু হবে একশো কুড়ি বছর।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, ফারাও তোমাদের কথা শুনবে না, তাই আমাকে মিশরে আরও কিছু অলৌকিক ক্ষমতা প্রদর্শন করতে হবে।


যদি তোমরা আমার কথা না শোন, আমার নির্দেশ পালন না কর,


কিন্তু কোন লোক শমুয়েলের কথা শুনতে রাজী হল না, তারা সকলে বলল, না, আমরা একজন রাজা চাই-ই,


ইসরায়েলীরা তাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের অবাধ্য হয়েছিল, তিনি তাদের সাথে সন্ধির যে চুক্তি করেছিলেন, তারা সেই চুক্তিভঙ্গ করেছিল এবং প্রভু তাঁর দাস মোশিকে যে বিধান দিয়েছিলেন, তা তারা লঙ্ঘন করেছিল। প্রভুর কথা পালন তো দূরের কথা, শোনেও নি। এই জন্যই শমরিয়ার পতন হয়েছিল।


কিন্তু আমাদের পিতৃপুরুষ হয়ে উঠেছিল উদ্ধত অহঙ্কারে, তোমার অনুশাসন করেছিল প্রত্যাখ্যান।


এরা সবসময় ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে, সবসময় মিথ্যাচরণ করে, সবসময় ঈশ্বরের উপদেশ শ্রবণে ও পালনে অস্বীকার করে।


কে তুলে দিয়েছিল ইসরায়েলকে লুণ্ঠকের হাতে? স্বয়ং প্রভু পরমেশ্বর, যাঁর বিরুদ্ধে আমারা পাপ করেছিলাম! তাঁর ইস্পিত পথে চলি নি আমরা, পালন করি নি তাঁর অনুশাসন।


কিন্তু এখন তোমরা তাঁর সব আদেশ অমান্য করছ, এই কথা বলার জন্য তিনি আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। আমি তোমাদের সব কথাই বললাম।


কিন্তু তারা আমার কথা শুনল না, আমার বিরোধিতা করল। তারা কেউ সেগুলি ফেলল না। তখন আমি স্থির করলাম, এই মিশরেই আমি ওদের উপর আমার প্রচণ্ড রোষাগ্নি বর্ষণ করব।


আমার ঈশ্বর তাদের পরিত্যাগ করবেন, কারণ তারা তাঁর নির্দেশ পালন করেনি, জাতিবৃন্দের মাঝে তারা যাযাবর হয়ে ঘুরে বেড়াবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন