Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 81:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 আমাদের পরম আশ্রয় ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর, যাকোবের ঈশ্বরের উদ্দেশে কর আনন্দগান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 তোমরা আমাদের বলস্বরূপ আল্লাহ্‌র উদ্দেশে আনন্দধ্বনি কর, ইয়াকুবের আল্লাহ্‌র উদ্দেশে জয়ধ্বনি কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 ঈশ্বর, যিনি আমাদের বল, তাঁর উদ্দেশে আনন্দগান করো; যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 তোমরা আমাদের বলস্বরূপ ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি কর, যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 সুখী হও এবং আমাদের শক্তিদাতা ঈশ্বরের কাছে গান গাও। ইস্রায়েলের ঈশ্বরের কাছে আনন্দ ধ্বনি দাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 ঈশ্বর আমাদের শক্তি তাঁর উদ্দেশ্যে আনন্দ ধ্বনি কর, যাকোবের ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি কর।

অধ্যায় দেখুন কপি




গীত 81:1
16 ক্রস রেফারেন্স  

সমগ্র পৃথিবী! জয়ধ্বনি কর ঈশ্বরের উদ্দেশে।


প্রভু পরমেশ্বর বলেন,আনন্দ সঙ্গীত গাও, ইসরায়েলের জন্য,জাতিবৃন্দের মাঝে যে জাতি মহান্‌, গাও তার স্তবগান। রক্ষা করেছেন প্রভু পরমেশ্বর তাঁর প্রজাবৃন্দকে উদ্ধার করেছেন তাদের যারা ছিল অবশিষ্ট।


গীতিকার: সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমাদের সঙ্গে আছেন, যাকোবের আরাধ্য ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়।


হে প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর, বিরাজিত তোমার মহিমা এ বিশ্বসংসারে, ঊর্ধ্বে অন্তরীক্ষে ধ্বনিত তোমার স্তবগান।


যিনি আমাকে শক্তি জোগান, তাঁর শক্তিতে আমি সব কিছু করতে পারি।


স্বয়ং প্রভুই আমার শক্তি, আমার রক্ষাকবচ, আমার পরম সহায় তিনি। তাঁর সহায়তা আমি সতত পাই, আনন্দে মগ্ন আমার হৃদয়, তাই গানে গানে আমি তাঁকে করি নিবেদন তাঁরই বন্দনা গান।


তিনি বলেছেন, ‘আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর’। এর অর্থ হল যে তিনি মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদের ঈশ্বর।


জাতিবৃন্দ উল্লাসে আনন্দ গান করুক, তোমার সুশাসনে সকল জাতি ন্যায় বিচার পায় তোমার কাছে। সেলা


দেখ, এই সেই লোক যে ঈশ্বরের শরণ নেয় নি কখনও, প্রচুর ধনসম্পদে ছিল সে একান্ত নির্ভর, দুষ্কর্মের দ্বারাই সে করত আপন শক্তিসঞ্চার।


তোমরা যোষেফকে গিয়ে বল যে আমি তাকে বলেছি, তোমার ভাইয়েরা তোমার অপকার করছে, কিন্তু আমার অনুরোধ, তুমি তাদের সেই পাপ ও অধর্ম ক্ষমা কর। আমরা তাই এখন তোমাকে অনুনয় করছি, আমাদের অপরাধ মার্জনা কর, কারণ আমরা তোমার পিতার আরাধ্য ঈশ্বরেরই সেবক। তাঁদের এই কথা শুনে যোষেফ কাঁদলেন।


এদের প্রত্যেকেরই পুত্র সন্তান ছিল। গের্শোনের দুই পুত্র: লিবনি ও শিমিয়ি,


সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষকে আহ্বান করেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন