Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 80:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তার জন্য তুমি ক্ষেত্র প্রস্তুত করলে, তার মূল প্রবেশ করল গভীরে, ছড়িয়ে পড়ল সারা দেশে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তুমি তার জন্য ভূমি পরিষ্কার করেছিলে, তা বদ্ধমূল হয়ে দেশময় ব্যাপ্ত হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তুমি তার জন্য জমি পরিষ্কার করেছ, আর তার শিকড় বেরিয়ে দেশ ছেয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তুমি তাহার জন্য ভূমি পরিষ্কার করিয়াছিলে, তাহা বদ্ধমূল হইয়া দেশময় ব্যাপ্ত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 সেই দ্রাক্ষালতার জন্য আপনি জমি তৈরী করেছিলেন। এর শিকড়গুলোকে আপনি জমির গভীরে বাড়তে সাহায্য করেছিলেন, খুব তাড়াতাড়ি এই দ্রাক্ষালতা সারা দেশ ছেয়ে ফেলেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তুমি তার জন্য জমি পরিষ্কার করেছ, তার মূল গভীরে গিয়ে দেশের মধ্যে ছড়িয়ে পড়ল।

অধ্যায় দেখুন কপি




গীত 80:9
17 ক্রস রেফারেন্স  

তোমাদের অগ্রবর্তী হয়ে আমি তাদের মধ্যে ত্রাসের সঞ্চার করলাম। তোমাদের ধনুক বা তরবারির দ্বারা নয় কিন্তু এই সন্ত্রাসের ফলেই ইমোরীদের দুই রাজা তোমাদের সম্মুখ থেকে বিতাড়িত হল।


এমন এক দিন আসছে যে দিন যাকোবের বংশধর ইসরায়েল জাতি একটি বৃক্ষের মত বদ্ধমূল হবে। মুকুলিত পুষ্পে পল্লবে সুশোভিত হয়ে উঠবে। তাদের উৎপাদিত ফলে পৃথিবী পূর্ণ হয়ে যাবে।


তুমি তাদের কর রোপণ, তারা মূল বিস্তার করে, বৃদ্ধিলাভ করে তারা, ধারণ করে ফলসম্ভার। সতত তারা তোমারই মহিমা গায়, কিন্তু হৃদয়ে মানে না তোমায়।


যিহুদা কুলের রক্ষাপ্রাপ্ত অবশিষ্টাংশ আবার চারাগাছের মত মূল প্রেরণ করবে মৃত্তিকার গভীরে, উৎপন্ন করবে ফলসম্ভার।


তিনি তাদের দিলেন অন্যান্য জাতির দেশ, দিলেন অপরের পরিশ্রমের ফল ভোগের অধিকার,


রাজা দাউদকে জানালেন ইসরায়েল দেশে সক্ষম যোদ্ধার সংখ্যা মোট এগারো লক্ষ এবং যিহুদীয়ায় মোট চার লক্ষ সত্তর হাজার।


শলোমন যতদিন বেঁচেছিলেন ততদিন দান থেকে বেরশেবা পর্যন্ত যিহুদীয়া ও ইসরায়েলের সকলে নিরাপদে ছিল এবং প্রত্যেকে নিজেদের দ্রাক্ষা ও ডুমুর ক্ষেত ভোগদখল করত।


যিহুদীয়া এবং ইসরায়েল দেশের জনসংখ্যা সমুদ্রতীরের বালুকারাশির মত অগণিত হয়ে উঠল। খাওয়া-দাওয়া, আমোদ-আহ্লাদে সুখেই তাদের দিন কাটছিল।


উপরন্তু আমি আমার প্রজা ইসরায়েলের বসবাসের জন্য একটি দেশ মনোনীত করেছি। সেখানে তাদের প্রতিষ্ঠিত করব। তারা তাদের নিজের দেশে বাস করবে। সেখান থেকে তাদের আর কোনদিন কোথাও যেতে হবে না। কিম্বা আর কোন দুষ্ট দুরাচারী তাদের উপর আগের মত অত্যাচার করবে না।


তরবারি দ্বারা এ দেশ তাঁরা করেননি অধিকার, করেননি জয়লাভ আপন বাহুবলে। কিন্তু সম্ভব হয়েছিল তা তোমারই ক্ষমতা ও প্রতাপে, কারণ তাঁদের উপর প্রসন্ন ছিলে তুমি।


সেই ভূমি খনন করে তুলে ফেললেন তিনি সমস্ত পাথর, রোপণ করলেন উৎকৃষ্ট দ্রাক্ষালতা। নির্মাণ করলেন সেখানে উচ্চ এক প্রহরা গৃহ, তৈরী করলেন দ্রাক্ষাদলনের কুণ্ডও। উৎকৃষ্ট দ্রাক্ষাফলের আশায় ছিলেন তিনি, গাছে ফল ধরল, কিন্তু সে ফল হল টক।


সেইদিন প্রভু পরমেশ্বর তাঁর মনোরম দ্রাক্ষাকুঞ্জ সম্বন্ধে বলবেন,


সেরা একটি দ্রাক্ষালতার চারার মত তোমায় রোপণ করেছিলাম আমি। সে চারা তৈরি করা হয়েছিল উৎকৃষ্ট বীজ থেকে। কিন্তু দেখ, এখন তুমি কি হয়েছ! তুমি এখন একটি নিকৃষ্ট বুনো দ্রাক্ষালতা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন