Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 79:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে ঈশ্বর, শত্রুদল তোমার এলাকায় প্রবেশ করেছে, অশুচি করেছে তোমার পবিত্র মন্দির, জেরুশালেমকে পরিণত করেছে ধ্বংসস্তূপে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 হে আল্লাহ্‌, জাতিরা তোমার অধিকারে প্রবেশ করেছে, তারা তোমার পবিত্র এবাদতখানা নাপাক করেছে, জেরুশালেমকে ধ্বংসের স্তূপ করেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 হে ঈশ্বর, জাতিরা তোমার অধিকারে হানা দিয়েছে; তারা তোমার পবিত্র মন্দিরকে অশুচি করেছে, তারা জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হে ঈশ্বর, জাতিগণ তোমার অধিকারে প্রবেশ করিয়াছে, তাহারা তোমার পবিত্র মন্দির অশুচি করিয়াছে, যিরূশালেমকে স্তূপের ঢিবী করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হে ঈশ্বর, অন্য জাতিসমূহের কিছু লোক আপনার লোকদের বিরুদ্ধে লড়াই করতে এসেছিলো। ওই সব লোক আপনার পবিত্র মন্দির ধ্বংস করেছে। ওরা জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 ঈশ্বর, বিদেশী জাতিরা তোমার অধিকারে প্রবেশ করেছে, তারা তোমার পবিত্রতম মন্দিরকে অশুচি করেছে, যিরুশালেমকে স্তূপের ঢিবী করেছে।

অধ্যায় দেখুন কপি




গীত 79:1
25 ক্রস রেফারেন্স  

সুতরাং তোমাদের জন্যই সিয়োনকে চষে ফেলা হবে ক্ষেতের মত, জেরুশালেম পরিণত হবে ধ্বংসস্তূপে,যে পর্বতে মন্দির রয়েছে, সেটি হবে অরণ্যের মাঝে একটি টিলার মত।


তিনি মন্দির, সমস্ত ধনসম্পদ ও রাজপ্রাসাদসহ নগরীকে আগুনে পুড়িয়ে দিলেন এবং নগরের প্রাচীর ভেঙ্গে দিলেন।


সমস্ত ধনদৌলত তার শত্রুদল করেছে হরণ, বিদেশীদের জন্য পরমেশ্বরের নিষিদ্ধ স্থানে দেখেছে সে তাদের পদার্পণ।


হিষ্কিয় যখন যিহুদীয়ার রাজা ছিলেন, সেই সময়ে মোরেশেথ নিবাসী নবী মীখা প্রজাদের বলেছিলেন যে, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর বলেছেন, সিয়োনকে ক্ষেতের মত চষে ফেলা হবে, জেরুশালেম হবে ধ্বংসাবশেষের এক স্তূপ, তার মন্দির পরিণত হবে এক অরণ্যে।


তিনি প্রভু পরমেশ্বরের মন্দির, রাজপ্রাসাদ ও জেরুশালেমের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের সমস্ত ঘরবাড়ি পুড়িয়ে দিলেন।


মেষপালনের পরিবর্তে নিযুক্ত করলেন তাকে আপন প্রজা ইসরায়েলীদের পালনের জন্য।


প্রভু পরমেশ্বর তাদের আক্রমণ করার জন্য ব্যাবিলনরাজকে নিয়ে এলেন। রাজা যিহুদীয়ার যুবকদের হত্যা করতে লাগলেন, মন্দিরের মধ্যেও তাদের হত্যা করা হল। যুবক-বৃদ্ধ, নর-নারী, সুস্থ-অসুস্থ নির্বিশেষে তিনি সকলকে হত্যা করলেন, কারও প্রতি তাঁর কোন দয়া-মায়া ছিল না।


এবং প্রভুর মন্দির ও রাজপ্রাসাদের সমস্ত ধনরত্ন ব্যাবিলনে নিয়ে যান এবং প্রভু পরমেশ্বরের ভবিষ্যদ্বাণী অনুসারে প্রভুর মন্দিরে ব্যবহারের জন্য ইসরায়েলরাজ শলোমন যে সমস্ত সোনার জিনিস পত্র তৈরী করিয়েছিলেন, নেবুকাডনেজার সমস্ত ভেঙ্গে দেন।


তুমিই তাদের তুলে এনেছ, রোপণ করেছ তোমার আপন পর্বতে তোমারই সৃষ্ট বাসভূমে হে প্রভু পরমেশ্বর, আপন হাতে গড়া তোমার মন্দিরে হে প্রভু তুমি তাদের করেছ সংস্থাপন।


কিন্তু মন্দিরের বাইরের প্রাঙ্গণ বাদ দাও, তার মাপ নিও না, কারণ ঐ প্রাঙ্গণ অন্যান্য জাতিকে দেওয়া হয়েছে। তারা বিয়াল্লিশ মাস পুণ্য নগরীকে পদদলিত করবে।


শাণিত তরবারির আঘাতে মৃত্যু হবে তাদের, সমস্ত জাতির মধ্য থেকে তাদের বন্দী করে আনা হবে। অ-ইহুদী জাতিগুলির নির্ধারিত কাল শেষ না হওয়া পর্যন্ত জেরুশালেম তাদের দ্বারা পদদলিত হবে।


ঈশ্বর তাদের বললেন, অশুচি করে দাও এই মন্দির, এর প্রাঙ্গণ ভরিয়ে দাও মৃতদেহে। যাও! তখন তারা নগরের লোকদের হত্যা করতে শুরু করে দিল।


ইতিমধ্যে ব্যাবিলনীয় সৈন্যবাহিনী রাজপ্রাসাদ, নাগরিকদের ঘরবাড়ি পুড়িয়ে দিল এবং জেরুশালেমের প্রাচীর ভেঙ্গে ফেলল।


আমি কুপিত হয়েছিলাম আমার প্রজাদের উপরে তাদের সঙ্গে আমি পরের মত আচরণ করেছিলাম, তোমার হাতে আমি তুলে দিয়েছিলাম তাদের, করুণা কর নি তুমি তাদের উপর, বৃদ্ধাদেরও করেছ পীড়ন অমানুষিক নির্মমতায়।


সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষকে আহ্বান করেছেন।


তোমার পবিত্র জাতি কিছুকালের জন্য তার শত্রুদের দ্বারা হয়েছিল বিতাড়িত। শত্রুরা পদদলিত করেছিল তোমার পবিত্র পাদপীঠ। তুমি আমাদের সঙ্গে এমন ব্যবহার করছ যেন কোনদিন তুমি আমাদের শাসনকর্তা ছিলে না, যেন আমরা কোনদিন তোমার প্রজা ছিলাম না।


তোমরা বলেছ, তোমাদের অপমান করা হয়েছে, লজ্জায় ফেলা হয়েছে, তোমরা দারুণ অসহায় বোধ করছ কারণ বিদেশীরা মন্দিরের পবিত্র স্থানগুলি দখল করেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন