Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 78:68 - পবিএ বাইবেল CL Bible (BSI)

68 কিন্তু যিহুদাগোষ্ঠী পেল তাঁর অনুগ্রহ, তাঁর প্রিয় সিয়োন পর্বতকে করলেন আপন বাসভূমি। তিনি নির্মাণ করলেন সেখানে আপন মন্দির,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

68 কিন্তু মনোনীত করলেন এহুদার বংশকে, ও তাঁর প্রিয় সিয়োন পর্বতকে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

68 কিন্তু যিহূদার গোষ্ঠীকে মনোনীত করলেন, সিয়োন পর্বত, যা তিনি ভালোবাসতেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

68 কিন্তু মনোনীত করিলেন যিহূদার বংশকে, ও আপনার প্রিয় সিয়োন পর্ব্বতকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

68 তারপর ঈশ্বর যিহূদা জাতিকে শাসক জাতি হিসেবে মনোনীত করলেন এবং তাঁর প্রিয় জেরুশালেমকে মন্দির নির্মাণের স্থান হিসেবে বেছে নিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

68 তিনি যিহূদার বংশকে ও সিয়োন পর্বতকে যা তিনি ভালবাসেন সেগুলিকে মনোনীত করলেন।

অধ্যায় দেখুন কপি




গীত 78:68
7 ক্রস রেফারেন্স  

যাকোবকুলের সমস্ত বসতি অপেক্ষা সিয়োনের তোরণদ্বারগুলি তাঁর একান্ত প্রিয়,


কিন্তু আমি মনোনীত করেছি জেরুশালেমকে আমার উপাসনার স্থানরূপে এবং আমার প্রজা ইসরায়েলীদের শাসকরূপে দাউদকেই আমি মনোনীত করেছি।’


প্রভু পরমেশ্বর শমুয়েলকে বললেন, তুমি আর কতদিন শৌলের জন্য দুঃখ করবে? ইসরায়েলের উপর তার রাজ কর্তৃত্ব আমি বাতিল করে দিয়েছি। তুমি এখন তোমার তেলের শিঙাটিতে তেল ভরে নাও, আমি তোমাকে বেথলেহেমনিবাসী যিশয়ের কাছে পাঠাব, সেখানে যাও, কারণ আমি তার পুত্রদের মধ্যে একজনকে রাজা করব বলে মনস্থ করেছি।


ইসরায়েলের প্রভু পরমেশ্বর আমাকে এবং আমার বংশধরদের চিরকাল ইসরায়েলের শাসন পরিচালনার জন্য মনোনীত করেছেন। তিনি নেতৃত্বদানের জন্য যিহুদাকে মনোনীত করেছেন এবং সেই যিহুদাবংশ থেকে তিনি আমার পিতৃকুলকে মনোনীত করেছেন। এই কুলের সকলের মধ্যে থেকে তিনি আমাকেই বেছে নিয়েছেন এবং ইসরায়েলের রাজা করেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন