গীত 78:49 - পবিএ বাইবেল CL Bible (BSI)49 তিনি তাদের বিরুদ্ধে প্রেরণ করলেন অকল্যাণের দূতবাহিনীস্বরূপ আপন প্রচণ্ড ক্রোধ, রোষ, উষ্মা ও দুর্দশা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস49 তিনি তাদের বিরুদ্ধে পাঠালেন তাঁর প্রচণ্ড ক্রোধ, কোপ ও রোষ ও সঙ্কট, অমঙ্গলের এই ফেরেশতার দল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ49 তিনি তাদের বিরুদ্ধে তাঁর প্রচণ্ড রাগ পাঠালেন, তাঁর ক্রোধ, উন্মাদনা এবং শত্রুতা— ধ্বংসকারী দূতের একদল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)49 তিনি তাহাদের বিরুদ্ধে পাঠাইলেন আপন প্রচণ্ড ক্রোধ, কোপ, ও রোষ, ও সঙ্কট, অমঙ্গলের এই দূতদল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল49 ঈশ্বর মিশরের লোকদের তাঁর ক্রোধ দেখালেন। ওদের বিরুদ্ধে তিনি তাঁর বিধ্বংসকারী দূতদের পাঠালেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী49 তিনি তাদের বিরুদ্ধে নিজের রাগের প্রচণ্ডতা, ক্রোধ, কোপ ও বিপদ পাঠালেন দূতের মত যে বিপর্যয় বয়ে আনে। অধ্যায় দেখুন |