গীত 77:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)16 হে ঈশ্বর, জলরাশি দেখল তোমায়, মহা আতঙ্কে হল আলোড়িত, তোমার দর্শনে গবীর জলধি হল কম্পমান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 হে আল্লাহ্, জলরাশি তোমাকে দেখলো; জলরাশি তোমাকে দেখে কেঁপে উঠলো, সমস্ত জলধিও বিচলিত হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 জলধি তোমাকে দেখল, হে ঈশ্বর, জলধি তোমাকে দেখল আর কুঁকড়ে গেল; মহা অতল কম্পিত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 হে ঈশ্বর, জলসমূহ তোমাকে দেখিল; জলসমূহ তোমাকে দেখিল, কম্পিত হইল, জলধি সকলও বিচলিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 ঈশ্বর, আপনাকে দেখে জলও ভীত হয়েছিলো। গভীর জলরাশি আপনাকে দেখে ভয়ে কেঁপে গিয়েছিলো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 হে ঈশ্বর, সমস্ত সমুদ্র তোমাকে দেখল; সমস্ত সমুদ্র তোমাকে দেখল এবং তারা ভীত হল, গভীর সমুদ্র বিচলিত হল। অধ্যায় দেখুন |