Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 77:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 আমি বলি: বড় দুঃখ আমার পরাৎপরের বাহুবল কি খর্ব হয়েছে আজ?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 পরে আমি বললাম, এটাই আমার দুঃখ যে, সর্বশক্তিমানের ডান হাতখানা বদলে গেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তখন আমি ভাবলাম, “এই আমার পরিণতি; পরাৎপরের হাত আমার বিরুদ্ধে গিয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া, পরাৎপরের দক্ষিণ হস্তের বৎসর সকল [স্মরণ করিব]।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তারপর আমি ভাবলাম, “যে বিষয়টা আমায় সব থেকে বেশী বিব্রত করলো তা হল: পরাৎ‌‌পর কি তাঁর ক্ষমতা হারিয়েছেন?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 আমি বললাম, “এ আমার দুঃখ, যখন সর্ব শক্তিমান তাঁর ডান হাতকে আমাদের দিকে প্রসারিত করেছিলেন, সেই বছরগুলি স্মরণ করি।”

অধ্যায় দেখুন কপি




গীত 77:10
12 ক্রস রেফারেন্স  

ছেলেটির বাবা চীৎকার করে বলল, আমি বিশ্বাস করতে চাই, আমার অবিশ্বাস দূর করুন।


শঙ্কায় বিহ্বল হয়ে আমি বলেছিলাম: তোমার কৃপাদৃষ্টি থেকে আমি হয়েছি বিচ্যুত। কিন্তু তোমার কাছে আমি যখন জানালাম কাতর আবেদন তুমি শুনলে আমার মিনতি।


তুমি বলেছ, তুমি কে যে অসার কথা দিয়ে, আমার প্রজ্ঞাকে আচ্ছন্ন করতে সাহস কর? সত্যিই, আমি যা বুঝি না তাই বলেছি, আমার অজানা পরামশ্চর্য বিষয় সম্পর্কে উক্তি করেছি।


হে প্রভু পরমেশ্বর, মহাবলে বলীয়ান তোমার বাহু, তোমারই বাহুবলে বিধ্বস্ত হয়েছে বৈরীদল।


যখন ভাবি সুদূর অতীতের দিনগুলির কথা, মনে পড়ে যখন বিগতকালের স্মৃতি,


অজ্ঞ ও মূর্খ আমি তোমার দৃষ্টিতে ছিলাম নির্বোধ পশুর সমান।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের দৃষ্টিগোচরে মিশরে যে সব কীর্তি সাধন করেছেন তেমন কি আর কোন দেবতা পরীক্ষিত প্রমাণ, অলৌকিক নিদর্শন। অদ্ভুত লক্ষণ, যুদ্ধবিগ্রহের দ্বারা নিজ পরাক্রম ও বাহুবল প্রদর্শন করে ভয়াবহ সব কীর্তি স্থাপন করেছেন এবং অন্যান্য জাতির মধ্য থেকে নিজস্ব প্রজারূপে কোন জাতিকে গ্রহণ করেছেন?


হে মহিমাময় পবিত্র প্রভু পরমেশ্বর, ঊর্ধ্বলোকে তোমার আবাস থেকে দৃষ্টিপাত কর আমাদের প্রতি। কোথায় আজ আমাদের জন্য তোমার পরম করুণা? কোথায় তোমার সেই মহাশক্তি? কোথায় তোমার প্রেম ও দয়া? উপেক্ষা করো না আমাদের।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন