Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 76:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 ঈশ্বর হয়েছেন জাগ্রত বিচারের জন্য, পৃথিবীর দীনহীনদের উদ্ধার করার জন্য। সেলা

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 যখন আল্লাহ্‌ উঠলেন বিচার করার জন্য, দুনিয়ার অত্যাচারিত লোকদের উদ্ধার করার জন্য। [সেলা।]

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 যখন তুমি হে ঈশ্বর, অন্যায়কারীদের বিচার ও জগতের নিপীড়িতদের উদ্ধার করার জন্য উঠে দাঁড়িয়েছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 যখন ঈশ্বর উঠিলেন বিচার করিবার জন্য পৃথিবীস্থ মৃদু লোকদের পরিত্রাণ করিবার জন্য। সেলা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তুমি ঈশ্বর বিচার করবার জন্য এবং পৃথিবীর নিপীড়িতদের পরিত্রান করবার জন্য ওঠ।

অধ্যায় দেখুন কপি




গীত 76:9
12 ক্রস রেফারেন্স  

বিনম্র হৃদয় যাদের, তারাই ধন্য পৃথিবীর উত্তরাধিকার তাদেরই।


তোমরা, যারা দীন, নত-নম্র যারা তাঁর অনুশাসন মেনে চল, পরমেশ্বরের ইচ্ছা পালন কর, ন্যায়বিচার ও শিষ্টাচার অনুশীলন কর! তাহলে হয়তো বা পরমেশ্বরের ক্রোধের দিনে তোমরা অব্যাহতি পাবে।


দীন-দরিদ্রের ন্যায্য বিচার করবেন, রক্ষা করবেন তিনি অসহায় মানুষের অধিকার। তাঁরই আদেশে লোকে শাস্তি পাবে, মৃত্যু হবে দুষ্টজনের।


বরং ঈশ্বরের দৃষ্টিতে যা বহুমূল্য সেই শান্ত ও নম্র স্বভাবের অক্ষয় আভরণে তোমাদের নিভৃত সত্তা সুন্দর হয়ে উঠুক।


কারণ তারা পুষ্টিকর খাদ্য খায়। তারা অনাথ পিতৃমাতৃহীনদের ন্যায্য পাওনা দেয় না, ন্যায়বিচারও করে না নিপীড়িতদের প্রতি।


প্রভু পরমেশ্বর আপন প্রজাদের সেবায় পরম তুষ্ট, দীনদুঃখীদের তিনি করেন ভূষিত বিজয় মুকুটে।


দীনদুঃখী প্রজাদের পক্ষে তিনি করুন ন্যায় বিচার, দরিদ্রদের করুন উদ্ধার অত্যাচারীদের চূর্ণ করুন।


যারা নম্রনত, তাদের পরিচালনা করেন তিনি ন্যায়ের পথে, দেখিয়ে দেন তাদের গন্তব্য পথ।


প্রভু পরমেশ্বর হঠাৎ একদিন মোশি, হারোণ ও মরিয়মকে বললেন, তোমরা তিনজন সম্মিলন শিবিরের কাছে এস। তাঁরা তিনজন সেখানে গেলেন।


কিন্তু প্রভু পরমেশ্বর নিজ পবিত্র মন্দিরে অধিষ্ঠিত, তাঁর সম্মুখে স্তব্ধ হোক বিশ্ব চরাচর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন